Virat Kohli and Rohit Sharma. ( Image Source: BCCI/Twitter )
দ্বিতীয় ওডিআইয়ের পর সিরিজের শেষ ওডিইতেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়াি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটানা ম্যাচ খেলার ফলে এই দুই তারকা ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজ নির্ণায়ক একদিনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার তত্ত্ববধানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। আগামী অক্টোবরে বিশ্বকাপের কথা মাথায় রেখেই যে এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে এই দুই তারকা ক্রিকেটার খেললেও, দ্বিতীয় ম্যাচেই এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় সিবিরে তরুণ ক্রিকেটার দেরই সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। দ্বিতীয় ম্যাচেরোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদি্ও সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারেনি। এরপর তৃতীয় ম্যাচে অবশ্য রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভারতীয় দলে ফেরানোর একটা জল্পনা শুরু হয়েছিল।
দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে
কিন্তু সেই রাস্তাতে হাঁটতে নারাজ টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তৃতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ারি সিদ্ধান্ত নিয়েছে তারা। সামনেই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের আসর। তার আগে এই ওয়েস্ট ইন্ডিজ সফর যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে পরীক্ষা নীরিক্ষা করার াদর্শ জায়গা তা বলার অপেক্ষা রাখে না। এখান থেকেই যে তরুণ ক্রিকেটারদের বাছার কাজটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট করে নিতে চলেছে তাও বেশ স্পষ্ট।
ঘরের মাঠে বিশ্বকাপে নামার আগে দল গঠনে কোনও জায়গায় খামতি রাখতে চািছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একেবরে তরুণ দল নেমেছে ওয়েস্ট ইন্ডিজের। এখনও প্রযন্ত ঈশান কিষাণ, কুলদীপ যাদব এবংরবীন্দ্র জাদেজাদের বাদ দিলে কোনও ভারতীয় ক্রিকেটারই ওডিাই সিরিজে ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি। সেই কারণে তৃতীয় একদিনের ম্যাচেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটানা ম্যাচ খেলার ফলে তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও বেশ চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। সেই জন্যই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
The post তৃতীয় ওডিআই ম্যাচেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রামের সিদ্ধান্ত appeared first on CricTracker Bengali.