Skip to main content

সর্বশেষ সংবাদ

ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে ভারতের বিরুদ্ধে ২৭৩ রান করল নিউজিল্যান্ড

ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে ভারতের বিরুদ্ধে ২৭৩ রান করল নিউজিল্যান্ড

Daryl Mitchell and Rachin Ravindra. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২১ তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৩ রান তুলল নিউজিল্যান্ড।

এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জেতেন এবং প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড শুরুতেই অভিজ্ঞ ওপেনার ডেভন কনওয়ের উইকেট হারায়। তিনি ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৯ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার উইল ইয়ং বেশি রান করতে পারেননি। তিনি ৩টি চার সহ ২৭ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নিউজিল্যান্ড মাত্র ১৯ রানের মধ্যেই ২টি উইকেট হারিয়ে ফেলে। এরপর রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল মিলে নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন। রাচিন এবং ড্যারিলের মধ্যে ১৫৯ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। রাচিন ৮৭ বলে ৭৫ রানের একটি সুন্দর ইনিংস খেলে আউট হন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারেন।

এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ড্যারিল মিচেল। তিনি ১২৭ বলে ১৩০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৫টি ছয়। অধিনায়ক টম ল্যাথাম স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ৭ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করতে সক্ষম হন। মার্ক চ্যাপম্যান এবং মিচেল স্যান্টনার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। চ্যাপম্যান ৮ বলে ৪ রান করে আউট হন। স্যান্টনার ২ বলে ১ রান করেন। ম্যাট হেনরি নিজের প্ৰথম বলেই আউট হয়ে যান। লকি ফার্গুসন ৫ বলে ১ রান করে রান আউট হন।

মহম্মদ শামি দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন

এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। তিনি ১০ ওভারে রান দেন এবং ৫টি উইকেট শিকার করেন। তিনি উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

কুলদীপ যাদব ১০ ওভারে ৭৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। তিনি টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপসকে আউট করতে সক্ষম হন। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ দুজনেই ১০ ওভারে ৪৫ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচটিতে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

Mohammed Shami marks his @cricketworldcup comeback with a fiery five-wicket haul 🔥@mastercardindia Milestones 🏏#CWC23 #INDvNZ pic.twitter.com/EBVAEgTVbV

— BCCI (@BCCI) October 22, 2023

Time to defend with the ball! @dazmitchell47 (130) and Rachin Ravindra (75) leading the way with the bat. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...