Skip to main content

সর্বশেষ সংবাদ

ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড

Devon Conway and Rachin Ravindra. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রের জোড়া শতরানের হাত ধরে জস বাটলারের নেতৃত্বাধীন দলকে ৯ উইকেটে হারাল টম ল্যাথামের নেতৃত্বাধীন দল।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান ২৪ বলে মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৩৫ বলে ৩৩ রান করতে সক্ষম হন। হ্যারি ব্রুক শুরুটা ভালো করেছিলেন, কিন্তু সেটিকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। তিনি ১৬ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মইন আলি ১৭ বলে মাত্র ১১ রান করে আউট হন। জস বাটলার ৪২ বলে ৪৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। লিয়াম লিভিংস্টোনও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২২ বলে ২০ রান করতে সক্ষম হন। যখন একদিক দিয়ে উইকেট পড়ে যাচ্ছিল, তখন আরেকদিকে ইনিংসকে সামাল দিচ্ছিলেন জো রুট। তিনি ৮৬ বলে ৭৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ১টি ছয় মারেন।

স্যাম কারান এবং ক্রিস ওকসের ব্যাট থেকে বেশি রান আসেনি। আদিল রশিদ এবং মার্ক উড মিলে শেষ উইকেটে ৩০ রান যোগ করেন। শেষমেশ স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তোলে ইংল্যান্ড। ম্যাট হেনরি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস যথাক্রমে ১০ ওভারে ৩৭ রান এবং ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। ট্রেন্ট বোল্ট এবং রাচিন রবীন্দ্র ১টি করে উইকেট নিতে সক্ষম হন।

৮২ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড খুব সহজেই রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জিতে নেয়। টম ল্যাথামের নেতৃত্বাধীন দল শুরুতেই উইল ইয়ংয়ের উইকেট হারিয়েছিল। কিন্তু তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ডের আর একটি উইকেটও ফেলতে পারেনি।

ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র মিলে ২৭৩* রানের একটি অনবদ্য পার্টনারশিপ করেন। কনওয়ে ১৯টি চার এবং ৩টি ছয় সহ ১২১ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, রাচিন ১১টি চার এবং ৫টি ছয় সহ ৯৬ বলে অপরাজিত ১২৩ রান করেন। ৩৬.২ ওভারে ১ উইকেটে ২৮৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান কনওয়ে।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

Two quickfire hundreds from Rachin Ravindra and Devon Conway helped New Zealand to a comfortable win in the #CWC23 opener 👊#ENGvNZ 📝: https://t.co/ROYLnOtSh0 pic.twitter.com/d9iBySMrR5

— ICC (@ICC) October 5, 2023

Defeat in our #CWC23 opener in Ahmedabad.

We head up to Dharamshala to face Bangladesh on Tuesday.

Match Centre: https://t.co/C5fecFNaY7@cricketworldcup #EnglandCricket pic.twitter.com/l0aibh0YCF

— England Cricket (@englandcricket) October 5, 2023

Devon Conway (152*) and Rachin Ravindra (123*) guide the team to an opening win in India! Both on @cricketworldcup debut. Scorecard

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...