Beth Mooney. (Photo by Charles McQuillan/Getty Images)
অনেক অপেক্ষার পরে অবশেষে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডাব্লুউপিএল) শুরু হতে চলেছে। ক্রিকেট প্রেমীরা শুরু থেকেই ডাব্লুউপিএল নিয়ে খুবই উচ্ছসিত ছিল। ২০২৩-এর ৪ঠা মার্চ শনিবার রাত ৮টায় তাদের এই অপেক্ষার অবসান হতে চলেছে। ডাব্লুউপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং বেথ মুনির নেতৃত্বাধীন গুজরাট জায়ান্টাস।
বেথ মুনি সম্প্রতি সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত মহিলাদের টি-২০ বিশ্বকাপ বিজেতা অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি বলেছেন বিশ্বকাপ চলাকালীন সব খেলোয়াড়দের মধ্যে ডাব্লুউপিএল নিয়ে উচ্ছাস ছিল।
তিনি বলেছেন, “আমার মনে হয় চারপাশে ডাব্লুউপিএল নিয়ে অনেক উত্তেজনা রয়েছে এবং ডাব্লুউপিএল কেমন হবে সেই নিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অল্পস্বল্প আড্ডায় হয়েছিল এবং আমার মনে হয় ডাব্লুউপিএলের ব্যাপারে সকলেই খুব আগ্রহী এবং উৎসাহী।”
ডাব্লুউপিল প্রসঙ্গে নিজের ডাব্লুউপিএল খেলার উদাহরণ দিলেন বেথ মুনি
গুজরাট জায়ান্টাসের অধিনায়ককে যখন জিজ্ঞেস করা হয় যে উইমেন্স প্রিমিয়ার লিগে তার দল এবং বাকি দলগুলির তরুণী ক্রিকেটারদের মধ্যে কি প্রভাব ফেলবে, তখন দুইবারের ডাব্লুউবিবিএলের (উইমেন্স বিগ ব্যাস লিগ) বিজেতা মুনি জানান, এই ধরণের মঞ্চ খেলোয়াড়দের জীবন বদলে দিতে পারে।
গুজরাট জায়ান্টাসের অধিনায়ক বেথ মুনি বলেন, “কয়েক বছরের মধ্যেই ক্রিকেট খুব দ্রুত গতিতে বিকশিত হয়েছে, অস্ট্রেলিয়া এবং বাকি দেশেও। আমার ডাব্লুউবিবিএলের প্ৰথম মরসুমের আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলে অভিষেক হয়নি, এবং বিশ্ব মঞ্চের সেরা কিছু খেলোয়াড়দের বিরুদ্ধে সক্ষমতার সাথে ভালো খেলা প্রদর্শন করতে ডাব্লুউবিবিএল আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। তাই আমি মনে করি ডাব্লুউপিএলও সেটাই করবে, এটি তরুণী খেলোয়াড়দের ভারতীয় দলে প্রবেশের পথ খুলে দিতে পারে। এছাড়াও ডাব্লুউপিএল সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেবে।”
তিনি জানিয়েছেন যে ডাব্লুউপিএল টুর্নামেন্টে অনেক অনেক তরুণী খেলোয়াড়দের জন্য স্পটলাইট উজ্জ্বল করতে চলেছে। মুনি মনে করেন ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেলে বড়ো মঞ্চে চাপ সামলাতে ডাব্লুউপিএল অনেক সাহায্য করবে।
সন্ধ্যা ৬.২৫ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বলিউড তারকা কিয়ারা আডভানি, কৃতি স্যানন এবং গায়ক-গীতিকার এপি ঢিলন মঞ্চে পারফর্ম করবেন। প্রথম ম্যাচের টস হবে ৭.৩০টায়। প্রথম মরসুমের প্রথম ম্যাচে কোন দল বাজিমাত করবে সেটা জানার জন্য দর্শকদের আর কিছুসময় অপেক্ষা করতে হবে।
The post “ডাব্লুউপিএল তরুণী খেলোয়াড়দের ভারতীয় দলে প্রবেশের পথ খুলে দিতে পারে”: বেথ মুনি appeared first on CricTracker Bengali.