BJ Sports – Cricket Prediction, Live Score

ডাব্লুউপিএলের প্ৰথম ম্যাচে চোট পাওয়ার পর দলের ট্রেনিংয়ে ফিরলেন বেথ মুনি

 ডাব্লুউপিএলের প্ৰথম ম্যাচে চোট পাওয়ার পর দলের ট্রেনিংয়ে ফিরলেন বেথ মুনি

#image_title

Beth Mooney. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে শুরুটা খুব একটা ভালো হয়নি গুজরাট জায়ান্টাসের। প্ৰথম ম্যাচেই লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয় বেথ মুনির দলকে। মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৭ রানের জবাবে মাত্র ৬৪ রানেই শেষ হয়ে যায় গুজরাট জায়ান্টাসের ইনিংস। মরসুমের প্ৰথম ম্যাচেই ১৪৩ রানে হারাটা যে কোনো দলের জন্যই খুবই বেদনাদায়ক।

এই ম্যাচেই ব্যাট করতে নেমে পায়ে চোট পান বেথ মুনি। যার ফলে দলকে অসহায় অবস্থায় ফেলে মাঠ ছাড়তে বাধ্য হতে হন তিনি। তাই ৪ই মার্চ মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ হারার পাশাপাশি এই ধাক্কাটিকেও সহ্য করতে হয় গুজরাট জায়ান্টাসকে।

দ্বিতীয় ম্যাচে চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। তার অবর্তমানে অধিনায়কত্ব করা স্নেহ রানাও দলকে ম্যাচ জেতাতে পারেননি। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৯ রান করে গুজরাট জায়ান্টাস। কিম গার্থের ৫ উইকেট নেওয়ায় এই ম্যাচে গুজরাটের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু গ্রেস হ্যারিস শেষ ওভারে গুজরাটের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে যান। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে এই ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্জ। গ্রেস হ্যারিসের ২৬ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে পারেনি গুজরাট জায়ান্টাস। কিরণ নভগিরে এবং সোফি একলেস্টোনও ব্যাট হাতে ভালো রান পেয়েছিলেন। কিরণ এবং একলেস্টোন যথাক্রমে ৪৩ বলে ৫৩ এবং ১২ বলে ২২ রান করেন।

ট্রেনিংয়ে ফিরলেও মুনি খেলবেন কিনা সেটা এখনও জানা যায়নি

ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে স্নেহ রানা গুজরাটের অধিনায়কত্ব করলেও তৃতীয় ম্যাচে কি হবে তা এখনও জানা যায়নি। বেথ মুনি দলে ফিরলে অবশ্যই তার হাতেই আবার অধিনায়কত্ব তুলে দেওয়া হবে। কিন্তু তিনি গুজরাট জায়ান্টাস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে খেলবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি গুজরাট দল।

প্রসঙ্গত উল্লেখ্য, বেথ মুনি ডাব্লুউপিএল খেলতে আসার আগে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তিনি ৫৩ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তার এই দুর্দান্ত ইনিংসের জন্য সেই ম্যাচে মুনিকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়। গুজরাট জায়ান্টাস অবশ্যই চাইবে তাদের অধিনায়ক যত তাড়াতাড়ি সম্ভব দলে ফিরে আসুক। উদ্বোধনী মরসুমে নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাট জায়ান্টাস জয়ে ফিরবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post ডাব্লুউপিএলের প্ৰথম ম্যাচে চোট পাওয়ার পর দলের ট্রেনিংয়ে ফিরলেন বেথ মুনি appeared first on CricTracker Bengali.

Exit mobile version