BJ Sports – Cricket Prediction, Live Score

ডব্লুপিএলের প্রথম মরসুমে তাদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না স্মৃতি মন্ধনা

ডব্লুপিএলের প্রথম মরসুমে তাদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না স্মৃতি মন্ধনা

#image_title

Smriti Mandhana. ( Photo Source: JioCinema )

এবারের মহিলাদের আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই মাঠে নেমেছিল। ডব্লুপিএল শুরু হওয়ার আগে স্মৃতি মন্ধনাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই সকলে চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে বেছে নিয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। পাঁচ দল নিয়েই শুরু হয়েছিল এবারের ডব্লুপিএল। সেই পাঁচ দলের প্রতিযোগিতাতে চার নম্বরে রেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতায় যাত্রা শেষ হওয়ার পর হকাশার সুরই শোনা গেল আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনার মুখে।

প্রথমবারের ডব্লুপিএলে অনেক স্বপ্ন নিয়ে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে স্মৃতি মন্ধনাদের। এমনটা তাদের সঙ্গে হতে পারে তা এখনও মেনে নিতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডব্লুপিএলের মঞ্চে আটটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালে্ঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র দুটো ম্যাচেই জিততে পেরেছে তারা। ৬ টি ম্যাচে হার সহ্য করতে েহয়েছে স্মৃতি মন্ধনাদের। তারকাখচিত দল নিয়ে মাঠে নেমে শুধুই ব্যর্থতার স্বাক্ষী থেকেছেন স্মৃতি মন্ধনারা।

এই মরসুমে মাত্র ১৪৯ রানই করতে পেরেছেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা

প্রতিযোগিতায় তাদের যাত্রা শেষ হওয়ার পরই আক্ষেপের সুর শোনা গেল স্মৃতি মন্ধনার গলায়। এবারের ডব্লুপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারের খেতাব রয়েছে তাঁর মাথায়। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন স্মৃতি মন্ধনা। কিন্তু নিজের পারফরম্যান্স দেখাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। একটিও ম্যাচে বড় রানের মুখ দেখেননি তিনি। তাদের দলেই ছিলেন রিচা ঘোষ, হিদার নাইট, এলসি পেরি এবং সোফি ডিভাইনদের মতো তারকা ক্রিকেটাররা। এমন দল নিয়েও শুধু হারের স্বাক্ষীই থাকতে হয়েছে তাদের।

প্রতিযোগিতায় যাত্রা শেষ হওয়ার পর হতাশ স্মৃতি মন্ধনা জানিয়েছেন, “যেমন ধরনের দল আমাদের ছিল এবং যেমন ভারসাম্য এই দলে ছিল, সেই অনুযায়ী অমি কখনোই ভাবতে পারিনি যে এবারের ডব্লুপিএলে আমাদের পরিণতি এমনটা হতে পারে। এই মুহূর্তে অনেককিছুই ভাবতে হবে। যেটা সবচেয়ে বেশী ভাবতে হবে যে কেমনভাবে আমরা আরও ভাল করতে পারতাম। অবশ্যই আমি অত্যন্ত হতাশ, কারণ পি্রথম তিনটি দলের মধ্যে থাকতে পারিনি আমরা”।

এবারের ডব্লুপিএলে  আট ম্যাচে মাত্র ১৪৯ রান করতে পেরেছেন স্মৃতি মন্ধনা। শুধুই তিনিই নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও তারকা ক্রিকেটারই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারেননি। এই নিয়ে ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই ভুল থেকে শিক্ষা নিয়েই পরের মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহিলা বাহিনী ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post ডব্লুপিএলের প্রথম মরসুমে তাদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না স্মৃতি মন্ধনা appeared first on CricTracker Bengali.

Exit mobile version