Harbhajan Singh. (Photo Source: Twitter)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে নিজেদের প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ধরাশায়ী হয়েছেন ভারতের টপ অর্ডারের ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি মিলে মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়েছিলেন। ভারতের দুই ওপেনার রোহিত এবং গিল যথাক্রমে ২৬ বলে ১৫ রান এবং ১৫ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপর পূজারা এবং বিরাট যথাক্রমে ২৫ বলে ১৪ রান এবং ৩১ বলে ১৪ রান করতে সক্ষম হয়েছিলেন।
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং ভারতের টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সে একেবারেই খুশি নন। তিনি ভারতীয় ব্যাটারদের স্বাধীনভাবে খেলার পরামর্শ দিয়েছেন।
ইন্ডিয়াটুডে হরভজন সিংয়ের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “কোনো কিছুর অভাব নেই (দক্ষতার পরিপ্রেক্ষিতে)। আপনি যত বেশি বড় গেম খেলবেন ততই উন্নতি করতে পারবেন। আমি মনে করি এই বড় গেমগুলিতে আপনাকে আরও বেশি স্বাধীনভাবে খেলতে হবে। আমার মনে হয় আমরা একটু বেশিই শক্ত হয়ে গেছি। আরও স্বাধীনভাবে খেলুন এবং ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না।”
তিনি আরও বলেন, “ব্যাপারটি হল তাদের আত্মবিশ্বাস যোগাতে হবে, আপনি ভালো করার চেষ্টা করুন এবং নিজের সেরাটা দিন। এটা করতে পারলে আমরা সম্ভবত কয়েকটি কাপ খুব তাড়াতাড়ি জিততে পারব। শুধু নির্ভয়ে খেলুন।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো-অন এড়ালো ভারত
তৃতীয় দিনে অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুরের দুটি সুন্দর ইনিংসের হাত ধরে ফলো-অন এড়াতে সফল হল ভারত। ভারতের প্ৰথম ইনিংস ৬৯.৪ ওভারে ২৯৬ রানে শেষ হয়ে যায়। অজিঙ্কা রাহানে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তিনি ১২৯ বলে ৮৯ রান করেন। তার এই অসাধারণ ইনিংসে তিনি ১১টি চার এবং ১টি ছয় মারেন। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের শিকার হন। মূলত ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ক্যাচের জন্যই তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
অন্যদিকে, শার্দুল ঠাকুর ১০৯ বলে ৫১ রান করেন। তার এই ইনিংসে ছিল ৬টি চার। রাহানে এবং শার্দুল মিলে ১০৯ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। শার্দুল ক্যামেরন গ্রিনের বলে আউট হন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই একটি উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। তাদের দলের অভিজ্ঞ বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ বলে মাত্র ১ রান করে আউট হন। এই মুহূর্তে ক্রিজে ব্যাটিং করছেন উসমান খাওয়াজা এবং মার্নাস ল্যাবুশেন।
The post ডব্লুটিসির ফাইনালে ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্সের সমালোচনা করলেন হরভজন সিং appeared first on CricTracker Bengali.