Suryakumar Yadav and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল ম্যাচটি শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। গতবার ডব্লুটিসির ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারত। কিন্তু এইবার তারা আবার নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়রাই ইংল্যান্ডে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের স্কোয়াড অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই দলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ দুর্দান্ত ফর্মে খেলা দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদবেরও নাম রয়েছে। তবে নাম থাকা সত্ত্বেও ডব্লুটিসির ফাইনালে তাদের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ তারা দলের সাথে ইংল্যান্ডে পারি দিলেও তারা ১৫ জনের দলে ছিলেন না। তাদের নাম রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় রয়েছে।
রিজার্ভ খেলোয়াড়রা দলের সাথে থাকলেও তারা প্ৰথম একাদশে সুযোগ পাওয়া থেকে অনেকটাই দূরে থাকেন। যদি কোনো অঘটন না ঘটে বা বড় কোনো সমস্যাট সৃষ্টি না হয় তাহলে তাদের আমরা মাঠে খেলতে দেখতে পাব না। ভারতীয় দলের নির্বাচকরা যে ১৫ জন খেলোয়াড়কে ডব্লুটিসির ফাইনালের জন্য বাছাই করেছে তারাই আগে প্ৰথম একাদশে খেলার সুযোগ পাবেন। তাদের বাদ দিয়ে রিজার্ভ খেলোয়াড় অর্থাৎ সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিতে পারবে না ভারত। তাই এইরকম একটি বড় মঞ্চে তারা দলের অংশ হয়েও কোনো অবদান শেষমেশ হয়তো রাখতে পারবেন না।
আইসিসির নিয়মের কারণেই সূর্যকুমার এবং যশস্বীর ফাইনালে খেলার আশা কমে গিয়েছে
ভারতীয় দল পরে চাইলেও তাদের প্ৰথম একাদশে নিতে পারবেন না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্রিকেটারদের ব্যবহার তখনই করা যাবে যখন ১৫ জনের দলের মধ্যে কেউ খেলার মতো উপযুক্ত অবস্থায় থাকবেন না। সেই কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যশস্বী এবং সূর্যকুমারের খেলার সম্ভাবনা খুবই কম।
তবে একটি উপায় রয়েছে যাতে তারা প্ৰথম একাদশে সুযোগ পেতে পারেন। যদি কোনও কারণে ভারতীয় দলের কোনো খেলোয়াড় চোট পান বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে সূর্যকুমার যাদব অথবা যশস্বী জয়সওয়ালকে ১৫ জনের দলে যোগ করা যাবে। ১৫ জনের দলে যদি যশস্বী এবং সূর্যকুমারের নাম যুক্ত হয়ে যায় তাহলে ভারত চাইলে তাদের প্ৰথম একাদশে খেলাতে পারবে।
The post ডব্লুটিসির ফাইনালের জন্য ভারতীয় দলের সাথে থাকলেও প্ৰথম একাদশে অনিশ্চিত সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.