Shaheen Afridi. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের মঞ্চে নেমেছে ভারতীয় দল। সেখানে জয়ের হাসি কার মুখে ফুটবে তা তো সময়ই বলবে। কিন্তু টেস্টের মঞ্চে ফিরেই কেরিয়ারের নতুব মাইস্টোবন গড়ে ফেললেন শাহিন আফ্রিদি। টেস্টের মঞ্চে ১০০ উইকেটের মাইলস্টোন তৈরি করলেন এই তারকা ক্রিকেটার। ম্যাচের শুরুতেই এদিন শ্রীলঙ্কার ওপেনার নিসান মদুশঙ্কাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই কেরিয়ারের শততম উইকেট নেওয়ার রেকর্ড সম্পূর্ণ সাহিন আফ্রিদির। সেইসঙ্গে গড়লেন একও এক বিরল নজির।
টস জিতে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। এই ম্যাচেই দীর্ঘদিন পর ফের পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন শাহিন আফ্রিদি। গতবছর চোট পাওয়ার পর থেকেই শাহিন আফ্রিদিকে পাকিস্তানের হয়ে টেস্টের মঞ্চে আর দেখা যায়নি। প্রায় এক বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই পাকিস্তান শিবিরে প্রত্যাবর্তন করেছেন শাবিন আফ্রিদি। সেই প্রত্যাবর্তনাটা যে খুব একটা খারাপ হল না তা বলাই। শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে নিশান মদুশঙ্কাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।
কেরিয়ারের ২৬তম ম্যাচেই ১০০ উইকেট নিলেন শাহিন আফ্রিদি
এই মাঠেই শেষবার খেলতে দেখা গিয়েছিল শাহিন আফ্রিদিকে। গতবছরের জুলাই মাসে এই মাঠেই তোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। অবশেষে দেসের জার্সিতে প্রত্যাবর্তন করেছেন তিনি। সেখানেই আবার এক বিরল নজিরও গড়লেন তিনি। পাকিস্তানের ১৮ তম ক্রিকেটার হিসাবে টেস্টে যেমংন সেঞ্চুরী উইকেটের মালিক হয়েছেন তিনি। তেমনই তৃতীয় পাকিস্তানী ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্টে ২৩ বছর বয়সে ১০০ উইকেট নেওয়ারও নজির গ়ড়লেন তিনি। এর আগে ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসই এই রেকর্ড গড়েছিলেন। সেই তালিকাতেই এবার নাম তুললেন শাহিন আফ্রিদি।
বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদির ফর্মে থাকাটা যে পাকিস্তানের কাছে স্বস্তি যোগাচ্ছে তা বলাার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করে দিয়েছেন শাহিন আফ্রিদি। গতবছর জুলাই মাসে এই মাঠেই শেষবার পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে দেখা গিয়েছিল শাহিন আফ্রিদিকে। সেখানে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা পেসার। দ্বিতীয় ইনিংসে বোলিংের সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এরপরই এই মাঠেউ এক বছর পর প্রত্যাবর্তন করেছেন তিনি।
ওডিআইয়ের মঞ্চে শাহিন আফ্রিদির ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট এবং টি টোয়েন্টির মঞ্চে রয়েছে ৬৪টি উইকেট। এই টেস্টে শাহিন আফ্রিদি তাঁর পুরনো দাপট বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post টেস্টের মঞ্চে ১০০ উইকেটের মাইলস্টোন শাহিন আফ্রিদির appeared first on CricTracker Bengali.