Ravindra Jadeja. (Photo Source: Gettyimages)
আর কয়েক ঘন্টা পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।তার আগেই রবীন্দ্র জাদেজার সোশ্যল মিডিয়ায় একটি মন্তব্যে কার্যত সমালোচনার ঝড় উঠেছে। টেস্ট শুরু হওয়ার আগেই রবীন্দ্র জাদেজা কেন এমন মন্তব্।য করলেন তা নিয়েই সুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের অএই তারকা অল রাউন্ডার। সেই ছবির সঙ্গেই একটি মন্তব্যও করেছেন তিনি। সেই মন্তব্য করার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত জয়ের হাসি কোন অধিনায়কের মুখে ফুটবে তা তো সিরিজ শেষেই বোঝা যাবে। বুধবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে প্রস্কুতির সময়ই একটি ছবি পোস্ট করেচেন রবীন্দ্র জাদেজা। যেখানে দেখা যাচ্ছে দুই দিকে রয়েছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের দুজনের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা।
টেস্টের মঞ্চে অল রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা
এই ছবিতেই দুটো ইমোজি ব্যবহার করেছেন রবীন্দ্র জাদেজা। সেই ইমোজিতে দুটো ছাগল ও একটি ঘোড়ার ইমোজি দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেই ইমোজি ব্যবহার করে রবীন্দ্র জাদেজা লিখেছেন দুটো ছাগলের মাঝে একটি ঘোড়া। আর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বিরাট হৈচৈ। এমন দুজন তারকা ক্রিকেটারকে কী রবীন্দ্র জাদেজা ছাগল বলতে চেয়েছেন। এমন নানান প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছেন। কিন্তু সত্যিই কী রবীন্দ্র জাদেজা সেই কথাই বলতে চেয়েছেন। সবকিছু ঠিকঠাকভাবে দেখলে ইঙ্গিত কিন্তু অন্যরকমই পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক কালে কাওকে সেরা খেলোয়াড় বোঝাতে গিয়েছে তাঁর নামের সঙ্গে গোট কথাটা ব্যবহার করা হয়। অর্থাত্ গ্রেটেস্ট অব অল টাইম। সেই কথাটাকেই সংক্ষেপে বলা হয়ে যাতে গোট। রবীন্দ্র জাদেজাও যে এই ইমোজি ব্যবহার করে তেমনই বার্তা দিতে চেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে রহবীন্দ্র জাদেজার নিজেকে ঘোড়া বলার পিছনেো কারণ রয়েছে। ঘোড়ার প্রতি তাঁর ভালবাসা কতটা রয়েছে তা সকলেরই জানা রয়েছে।
রবীন্দ্র জাদেজা একজন রাজপুত। তাঁর খামারে বেশ কয়েকটি ঘোড়াও রয়েছে। সময় পেলে তাদের যেমন নিজে হাতে যত্ন করেন তিনি। তেমনই ঘোড়ার পিঠে চড়তেও দেখা যায় ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারকে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে টেস্টের অর রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post টেস্টের আগে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র জাদেজার মন্তব্য ঘিরে হৈচৈ appeared first on CricTracker Bengali.