Suryakumar Yadav. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ শেষ। এবার ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপের পর কয়েকদিনের বিরতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই সেই প্রতিযেগিতার প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। সেখানেই এবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের সামনে রয়েছে বিরাট কোহলি, বাবর আজমদের রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। যদিও সেই সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের প্রধান নির্বাচকরা। শ্রেয়স আইয়ারকে সহ অধিনায়ক করার পাশাপাশি সূর্যকুমার যাদবকে অধিনায়ক করেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই মঞ্চেই সূর্যকুমার যাদবের সামনে রয়েছে দ্রুততম ক্রিকেটার হিসাবে দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে ২০০০ রানের মাইলস্টোন গড়ার হাতছানি। শেষপর্যন্ত তিনি সেই কাজ করতে পারেন কিনা সেটাই দেখার।
দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৮৪১ রান রয়েছে সূর্যকুমার যাদবের
এবারের ওডিআই বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। তবে টি টোয়েন্টির মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি টোয়েন্টিতে শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। বাবর আজমকে আগেই টপকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবার সেই সূর্যকুমার যাদবের সামনেই রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। এই সিরিজের পাঁচ ম্যাচে যদি সূর্যকুমার যাদব ১৫৯ রান করতে পারেন তবে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন এই তারকা ক্রিকেটার।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান রয়েছে বিরাট কোহলির। এই পাঁচ ম্যাচে যদি সূর্যকুমার যাদব ১৫৯ রান করতে পারেন তবে বিরাট কোহলির সেই রেকর্ড ভেঙে দেবেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে বাবর আজমের রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে এই তারকা ক্রিকেটারের সামনে।
তবে সেই রেকর্ড গড়ার পথটা খানিকটা হলেও কঠিন সূর্যকুমারের সামনে। তাঁকে ২ ম্যাচে এই ১৫৯ রান করতে হবে। কারণ এই মুহূর্তে যুগ্মভাবে দ্রুততম ব্যাটার হিসাবে ২০০০ রানের রেকর্ড রয়েছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। সেই রেকর্ড সূর্যকুমা্র যাদব ভাঙতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই মুহূর্তে সূর্যকুমারের টি টোয়েন্টি ফর্ম্যাটে রান রয়েছে ১৮৪১ রান।
The post টি টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের সামনে বিরাট কোহলি, বাবরের রেকর্ড ভাঙার হাতছানি appeared first on CricTracker Bengali.