Skip to main content

“টি টাইমঃ ৫০ নট আউট”, জন্মদিনে খোশ মেজাজে সচিন তেন্ডুলকর

 “টি টাইমঃ ৫০ নট আউট”, জন্মদিনে খোশ মেজাজে সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar. ( Image Source: Sachin Tendulkar/Instagram )

জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরী সচিন তেন্ডুলকর। এদিন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সচিন বন্দনা। ভারতীয় ক্রিকেট তো বটেই , বিশ্ব ক্রিকেটেও যে সচিন তেন্ডুলকর এরকটা আবেগ তা বলার অপেক্ষা রাখে না। নিজের প্রিয় তারকাকে সোশ্যাল মিডিয়াকেই এদিন শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন তাঁর অগুন্তী ভক্তরা। সোমবারই ৫০-এ পা দিয়েছেন সচিন তেন্ডুলকর। এই দিনটি মাস্চার ব্লাস্টার কেমনভাবে কাটাচ্ছেন, তা জানার অপেক্ষাতেও ছিলেন তাঁর অগুন্তী ভক্ত। যদিও কুব একটা বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি সকলকে।

জন্মদিনের সকালটা বেশ ভালভাবেই উপভোগ করছেন সচিন তেন্ডুলকর। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে খানিকটা মজার ছলে একটি পোস্টও শেয়ার করেছেন তিনি।৫০ বছরে পা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেজন্যই হাতে চায়ের কাপ নিয়ে নিজের ছবির ক্যাপশনে লিখেছেন এখন চা বিরতি, ৫০ রানে অপরাজিত রয়েছি। আর সেইঅ পোস্ট কয়েক মুহর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। জন্মদিনের দিন মাস্চার ব্লাস্টারের থেকে এমনই একটা পোস্ট বোধহয় সকলে আশা করছিলেন।

৫০-এ পা দিলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর

সোমবারক সকাল তেকেই সোস্যাল মিডিয়া জুড়ে সচিন তেন্ডুলকরের জন্মদিন ঘিরে নেমেছিব শুভেচ্চা বার্তার ঢল। প্রাক্তন ক্রিকেটার তেকে বর্তমান ক্রিকেটার। সকলেই এদিন মাস্টার ব্লাস্টারকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ ছিলেন রুপলী পর্দার তারকারাও। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সাফল্যই অধরা নেই সচিন তেন্ডুলকরের।  ১৯৮৯ সাল থেকে জেশের জার্সিতে যাত্রা শুরু হয়েছিল সচিন তেন্ডুলকরের। নানান চড়াি উতরাি পেড়িয়ে ২০১৩ সালেই ক্রিকেট জদীবনে ইতি টেনেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন সোশ্যাল মিডিয়ায় সকলের পোস্ট জুড়েই শুধু সচিন তেন্ডুলকরের সঙ্গে কাটানো নানান মুহূর্তের স্মৃতিচারণা।

Tea time: 50 Not Out! pic.twitter.com/WzfK88EZcN

— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2023

দীর্ঘ কেরিয়ারে ক্রমশই একের পর এক ইতিহাস তৈরি করে এগিয়ে গিয়েছেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসাবে তাঁর ঝুলিতেই রয়েছে ১০০টি সেঞ্চুরী করার রেকর্ড। টেস্ট এবং একদিনের ক্রিকেট মিলিয়েই সেই রেকর্ড গড়েছিলেন তিনি। সেইসঙ্গে সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিকও সচিন তেন্ডুলকর। সেখানেই  তাঁর ঝুলিতে টেস্ট ক্রিকেটে রয়েছে ১৫,৯২১ রান।  টেস্ট ফর্ম্যাটে দেশের হয়ে খেলেছেন ২০০টি ম্যাচ। একইসঙ্গে একদিনের ফর্ম্যাটে ৪৬৩টি ম্যাচ খেলে সচিন েতেন্ডুলকরের রানে রয়েছে ১৮,৪২৬। একদিনের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ স্কোর ২০০। টেস্চের ফর্ম্যাটে মাস্চার ব্লাস্টারের সর্বোচ্চ স্কোর ২৪৮। বিশ্ব ক্রিকেটে তাঁর অধরা কার্যত কিছুই নেই।

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে রয়েছেন সচিন তেন্ডুলকর। মুম্বি ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন তিনি। মুম্বি ইন্ডিয়ান্স শিবিরেও যে এখন তাঁকে নিয়ে হৈচৈ চলছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন ক্রিকেট মহল শুধুই সচিন ময়।

The post “টি টাইমঃ ৫০ নট আউট”, জন্মদিনে খোশ মেজাজে সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...