Richa Ghosh & Renuka Singh. ( Image Source: Twitter )
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রিচা ঘোষও। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। কিন্তু ইতিমধ্যেই আইসিসির টি টোয়েন্টি ক্রম তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন রিচা ঘোষ। একইসঙ্গে মহিলাদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওপরের সারিতে উঠে এসেছেন রেণুকা সিংও।
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন রিচা ঘোষ। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংস একসময় ভারতীয় শিবিরে আশার আলোও জাগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সাফল্য আসেনি। যদিও রিচা ঘোষের সেই পারফর্মযান্স সকেলর নজর কেড়েছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর ২৪ ঘন্টার মধ্যেই আইসিসির ক্রম তালিকায় ২০ নম্বরে উঠে এলেন রিচটা ঘোষ। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাঁর স্থান চিল ৩৬ নম্বরে। একেবারে ১৬ ধাপ ওপরে উঠলেন এই বঙ্গ তনয়া। সেমিফাইনান ও ফাইনালেও নিজের পারফর্ম্যান্সের ধারা অব্যহত রাখতে পারলে আরও এপরে উঠবেন তিনি। একইসঙ্গে বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন রেণুকা সিংও।
বিশ্বকাপের চার ম্যাচ রিচা ঘোষের রান ১২২
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ১৯ বর্ষীয় রিচা ঘোষ। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন তিনি। সেই ধারা অব্যহত ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও। সেই ম্যাচে রিচা ঘোষের ব্যাটে এসেছিল ৪৪ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জিততে না পারলেও সেই ম্যাচে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ। তাঁর দক্ষ হাতে ভর করেই শেষপর্যন্ত লড়াইয়ে ছিল ভারতীয় মহিলা দল। এমন ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শনের পরই আইসিসির তরফে যেন পুরষ্কার পেলেন বাংলার রিচা ঘোষ।
এই মুহূর্তে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপেও তুরন্ত ফর্মেই রয়েছেন তিনি। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন রিচা ঘোষ। কিন্তু চার ম্যাচ খেলে ইতিমধ্যেই ১২২ রান করে ফেলেছেন রিচা ঘোষ। তাঁর গড়ও রয়েছে ১২২। সেইসঙ্গে রিচা ঘোষের স্ট্রাইকরেট রয়েছে ১৪০.২২। যদিও এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অর্ধশতরান করতে পারেননি রিচা ঘোষ। সেমিফাইনালের মঞ্চে সেই অপেক্ষার অবসান হলে হয়ত খুব একটা অবাক করার মতো হবে না।
টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ৫ উইকেট পেয়েছিলেন রেণুকা সিং
অন্যদিকে রেণুকা সিংও এই টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর হাত ধরেই ব্রিটিশ বাহিনীকে বড় রানে পৌঁছতে দেয়নি ভারতীয় দল। সেই ম্যাচ ভারত জিততে না পারলেও, রেণুকা সিং মাত্র ১৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। আর সেটাই যে তাঁরে আইসিসির টি টোয়েন্টি বোলারদের ক্রম তালিকায় পৌঁছতে সাহায্য করেছিল তা বলার অপেক্ষা রাখে না। নতুন ক্রম তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন রেণুকা সিং। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পিরথম থেকেই সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন তিনি।
৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ক্রম তালিকায় ১৬ ধাপ ওপরে উঠে এসেছেন রিচা ঘোষ। এই মুহর্তে মহিলাদের টি টোয়েন্টি ক্রম তালিকায় রিচা ঘোষের স্থান ২০ নম্বরে। তাঁর নেতৃত্বেই এবার অনুর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সিনিয়র দলের হয়েও নিজের পারফরম্যান্সের ঝলক দেখিয়ে চলেছেন রিচা ঘোষ। তিনি চাড়াও এই মুহূর্তে আইসিসির ক্রম তালিকায় তিন নম্বরে রয়েছেন স্মৃতি মন্ধনা। শেফালি বর্মা রয়েছেন ১০ নম্বরে এবং হরমনপ্রীত কৌরের স্থান ১৩ নম্বরে।
The post টি২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রমতালিকায় ২০ নম্বরে রিচা, রেণুকা সিং উঠলেন পাঁচ নম্বরে appeared first on CricTracker Bengali.