BJ Sports – Cricket Prediction, Live Score

“জোর করে আমার হাত ধরে রেখেছিলেন”, আইপিএলে বিরাটের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন নভীন উল হক

 “জোর করে আমার হাত ধরে রেখেছিলেন”, আইপিএলে বিরাটের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন নভীন উল হক

#image_title

Virat Kohli & Naveen Ul Haq. ( Image Source: Twitter )

আইপিএল শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হয়ে গিয়েছে। আইপিএল চলার মাঝে এবার ননান ঘটনাই ঘটতে দেখা গিয়েছে। তবে সবচেয়ে বেশী উন্মাদনা হয়েছিল যে ঘটনা  নিয়ে তা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের সময়। বিরাট কোহলি ও নভীন উল হকের মধ্যে ঝামেলা নিয়ে যে উত্তাল পরিস্থিতি হয়েছিল তা এখনও পর্যন্ত নানান আলোচনাতেই শোনা যায়। সেই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন আপগানিস্তানের ক্রিকেটার নভীন উল হক।

নভীন উল হকের সঙ্গে ম্যাচ চলাকালীনই বিরাট কোহলিকে নানান বাকযুদ্ধে জড়াতে দেখা গিয়েছিল। ক্রমেই ম্যাচের পরিস্থিতি আরও উত্ত্প্ত হতে শুরু করেছিল। ম্যাচ শেষ হওয়ার পর যা এক বিরাট আকার ধারণ করেছিল। ম্যাচ শেষের পর গৌতম গম্ভীরের সঙ্গে সরাসরি  ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। সেই পরিস্থিতি নভীন উল হকের সঙ্গেও তাঁকে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়ে্ছিল। সেই বিতর্তিক প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার।

সেই ঝামেলার জেরে বিরাট টাকা জরিমানা হয়েছিল বিরাট কোহলির

সেই বিতর্কিত ঘটনার জন্য বিরাট কোহলির দিকেই যে এই আফগানিস্তান ক্রিকেটার আঙুল তুলছেন তা বেশ স্পষ্ট। তাঁর মতে বিরাট কোহলিই নাকি সেদিনের ঝামেলাটা শুরু করেছিল। শুধু তাই নয়  ম্যাচ শেষে জোর করে বিরাট কোহলি তাঁর হাত ধরে রেখেছিলেন সেদিন। এরপরই নাকি নভীন উল হক নিজেকেও  সামাল দিতে পারেননি। সেই ঘটনার পর সমালোচনায় মুখর হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।  একইসঙ্গে এই তিন ক্রিকেটারেরও ম্যাচের পর বড়সড় জরিমানা করা হয়েছিল।

এই প্রসঙ্গেই নভীন উল হক বিবিসি পাস্তোতে জানিয়েছেন, “ম্যাচ চলাকালীন কিংবা ম্যাচ শেষ হওয়ার পর তাঁর একেবারেই সই সমস্ত কথাবার্তা বলা উচিত্ ছিল না। আমি সেদিন ঝামেলা শুরু করিনি। ম্যাচের পর যখন আমরা হাত মেলানোর জন্য যাই, সেই সময় বিরাট কোহলিই শুরু করেছিলেন ঝামেলাটা। সেই ম্যাচের পর জরিমানার দিকেই তাকালে বোঝা যাবে কে সমস্যাটা শুরু করেছিলেন”।

নভীন উল হক আরও জানিয়েছেন, “আমি যখন ব্যাটিং করছিলাম  সেই সময় আমি একেবারেই মেঝাজ হারাইনি। এমনকী ম্যাচ শেষেও মেজাজ হারাইনি। ম্যাচ শেষে আমি কী করেছিলাম সেটা সকলেই দেখতে পেয়েছিলেন। সেই সময় আমি হাত মেলাতে গিয়েছিলাম। তখনই জোর করে তিনি আমার হাত ধরে রেখেছিলেন। আমিও একজন মানুষ, সেই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছিলাম”।

The post “জোর করে আমার হাত ধরে রেখেছিলেন”, আইপিএলে বিরাটের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন নভীন উল হক appeared first on CricTracker Bengali.

Exit mobile version