IPL Trophy. (Photo Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণের আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের প্রবর্তনে আম্পায়ারদের জন্য নতুন সংকেত চালু করেছে বিসিসিআই। ৩১শে মার্চ, শুক্রবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মুখোমুখি হবে।
নিয়মের পরিপ্রেক্ষিতে লিগে বেশ কিছু সংযোজন করা হয়েছে, যার মধ্যে একটি হল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার। এই নিয়মের ফলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দল তাদের প্রথম একাদশ ছাড়াও পাঁচজন বিকল্পকে অন্তর্ভুক্ত করার অনুমতি পাবে।
The sign from the umpire for Impact player rule in IPL. (📷 : The Indian Express) pic.twitter.com/mshQIsdspl
— Johns. (@CricCrazyJohns) March 22, 2023
লিগে অন্তর্ভুক্ত হওয়া এই নতুন নিয়ম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। আম্পায়ারদের নিজেদের মাথার উপরে তাঁদের হাত ক্রস করতে হবে এবং বাঁ-হাত মুঠো করে সংকেত দিতে হবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আসার। এ ছাড়া টসের জন্য যাওয়ার সময় প্রতিটি অধিনায়ককে দুটি টিম শিট বহন করার অনুমতি দেওয়া হবে।
এর আগে ভারতের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম আনা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, নোটে ব্যাখ্যা করা হয়েছে – “(i) প্রথম একাদশ এবং ৫ জন সাবস্টিটিউট যদি তারা প্রথমে ব্যাট করে। (ii) প্রথম একাদশ এবং ৫ জন সাবস্টিটিউট যদি তারা প্রথমে বোলিং করে। টসের ফলাফলের উপর ভিত্তি করে যে কোনো একটিতে টিক চিহ্ন দিতে হবে। টসের ফলাফলের উপর নির্ভর করে অধিনায়করা সেই অনুযায়ী দলের শীট বিনিময় করবেন।”
আইপিএল ২০২৩-এর জন্য প্লেয়িং স্কোয়াড বেড়ে ১৬ হয়েছে
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম মসৃণভাবে ব্যবহারের জন্য বিসিসিআই একটি ম্যাচের প্লেয়িং স্কোয়াডে ব্যবহৃত খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে ১৬ করেছে। অন্যান্য নতুন নিয়মের মধ্যে রয়েছে নো-বল এবং ওয়াইড নিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউয়ের সিদ্ধান্ত।
বিসিসিআই প্রথম এই নিয়মটি মহিলাদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) চালু করেছিল যা দলগুলিকে চ্যালেঞ্জ করতে এবং আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে বাতিল করতে সাহায্য করেছিল। এ ছাড়া দলগুলিকে শাস্তি পেতে হবে যদি তারা খেলার নির্ধারিত সময়ে তাদের ওভারগুলি শেষ করে না।
প্রতিযোগিতায় ফিল্ডারদের অন্যায্য নড়াচড়ার বিষয়েও বোর্ড একটি পরিবর্তন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনিংস সম্পন্ন না হলে প্রতিটি ওভারের বিলম্বের জন্য ওভার-রেটের শাস্তি হিসেবে ৩০ গজের বৃত্তের বাইরে শুধুমাত্র চারজন ফিল্ডার রাখার অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম চালু থাকলেও, আইপিএলে প্রথমবারের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। একজন ফিল্ডার বা উইকেটকিপার অন্যায্যভাবে নড়লে সেটি ডেড বল ঘোষণা করা হবে এবং ৫ পেনাল্টি রান হবে।
The post জানেন কি আসন্ন আইপিএলে কীভাবে আম্পায়াররা দেখাবেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আসার সংকেত? appeared first on CricTracker Bengali.