Harbhajan Singh. (Photo Source: Twitter)
সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আয়ারল্যান্ড সফরেই বারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। কোমড়ের চোটের কারণে প্রায়এক বছর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এই বছরই আবর রয়েছে বিশ্বকাপের আসর। ভারতের মাটিতেই আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিস্বকাপ। তার আগে জসপ্রীত বুমরার আয়ারল্যান্ড সফরে ফেরাটা যে ভারতীয় শিবিরের কাছে স্বস্তির সংবাদ বয়ে ানবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ম্যাচে জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ সাবধানী হওয়ার বার্তা হরভজন সিংয়ের।
জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে ফিরতে চললেও, ভবিষ্যতে যাতে ফের এমন চোটের কবলে না পড়েন সেই প্রার্থণাই করছেন প্রাক্তন বারকতীয় ক্রিকেটার হরভজন সিং। জসপ্রীত বুমরাহকে যে খানিকটা সাবধানেই ব্যবহার করা উচিত সেই বার্তাই কার্যত দিচ্ছেন প্রাক্তন ভারতীয় এই তারকা ক্রিকেটার। তাঁর মতে জসপ্রীত বুমরার যাতে ফের কোনও চোট না হয়সেদিকেই বি্শে, নজর রাখা উচিত্ ভারতীয় দল। সামনেই বিশ্বকাপের মঞ্চে যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।
গতবছরের সেপ্টেম্বর মাস থেকেই মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ
এবারের বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও খেলতে পারেননি জসরপ্রীত বুমরাহ। গতবছর এশিয়া কাপের সময়ই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকার পরই ধীরে ধীরে রিহ্যাব শুরু করেছিলেন তিনি। এই মুহূর্তে শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ নাকি এনেকটাই সুস্থ রয়েছেন। প্রতিদিন প্রায় সাত থেকে আট ওভার বোলিংও করছেন নেটে। সেই থেকেই জসপ্রীত বুমরার দলে ফেরার সম্ভাবনাও বেড়ে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
তাঁক নিয়েই হরভজন সিং জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ ফের ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করতে চলেছেনষ। তাঁর দেশের জার্সিতে ফেরার অপেক্ষাতেই ছিলেন সকলে। তিনি ফিরে আসছেন এবং তাঁকে সরাসরি অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে চলেছে। সুস্থ হয়ে ওঠার জন্য এবং এসেই ্ধিনায়কের দায়িত্ব পাওয়ার জন্য জসপ্রীত বুমরাহকে অনেক শুভেচ্ছা। আমি আশাবাদী এবং এটই প্রার্থনা করি যে জসপ্রীত বুমরাীহ যেন ফের চোটের কবলে না পড়েন”।
এই মুহূর্তে এনসিএ-তে জোরকদমে বোলিং প্রস্তুতি চালাচ্ছেন জসপ্রীত বুমরাহ। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েপড়ার পর থছেকেই সকলে আপ্লুত হয়েছেন। শেষপর্যন্ত কী হয় তাতো সময়ই বলবে। তবে জসপ্রীত বুমরার ফেরার অপেক্ষায় যেসকলেি রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
The post জসপ্রীত বুমরাহ ফের চোটের কবলে পড়বেন না বলেই আশাবাদী হরভজন সিং appeared first on CricTracker Bengali.