কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এক সপ্তাহও যেতে পারেনি সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। জসপ্রীত বুমরাহকে সরিয়ে ফের একবার আইসিসি বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবারই সেই তালিকা ঘোষণা করেছে আইসিসি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১-এ টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই সিরিজ জয়ের পিছনে অশ্বিনের অবদান যে খুব একটা কম নয় তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে ২৬টি উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষ টেস্টেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে সেই ম্যাচের পারফরম্যান্সই যে অশ্বিনকে এই জায়গায় ফের পৌঁছে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার আইসিসির বোলারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন রবিচন্দ্রন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ৫০০ টেস্ট উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
তাঁর আগে এই জায়গায় পৌঁছেছিলেন জসপ্রীত বুমরাহ। গত জানুয়ারী মাসেই রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থানে পৌঁছেছিলেন জসপ্রীত বুমরাহ। তবে খুব একটা বেশীদিন সেই জায়গা থেকে দূরে থাকতে হল না রবিচন্দ্রন অশ্বিনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মঞ্চে দুরন্ত পারফফরম্যান্স করার পরই সেই জায়গায় পৌঁছে গেলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছিলেন ৯ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালাতেই কেরিয়ারের ১০০ তম ম্যাচ খেলার মাইলস্টোনও গড়েছিলেন রবিচব্দ্রন অশ্বিন।
এই সিরিজেই টেস্ট কেরিয়ারে ৫০০টি উইকেটের মালিক হয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এছাড়াও বেশ কিছু নজির গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ শেষ হওয়ার পরই আইসিসির বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। সেখানেও রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্সের ধারাবাহিকতা চলতে থাকে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post জসপ্রীত বুমরাহকে পিছনে শীর্ষস্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.