BJ Sports – Cricket Prediction, Live Score

জশ হেজেলউডের চোট চিন্তা বাড়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের

 জশ হেজেলউডের চোট চিন্তা বাড়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের

#image_title

Josh Hazlewood. (Photo Source: IPL/BCCI)

আইপিএল শুরু হতে এখনও প্রায় এর মাস বাকি রয়েছে।  কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে কিন্তু অস্বস্তির আবহ দেখা গিয়েছে। চোট পেয়ে গ্লেন ম্যাখ্সওয়েল এখনও পর্যন্ত আইপিএলে নিশ্চিত নন। সেই তালিকাতেই এবার নাম তুললেন আরেক অস্ট্রেলিয় তারকা ক্রিকেটার জশ হেজেলউড। গোড়ালীতে চোট রয়েছে তাঁর। আইপিএলের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়েই দেখা দিয়েছে সংশয়। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই জশ হেজেলউডকে দেখা যাবে কিনা তা নিয়ে এই মুহূর্তে সংশয় তুুঙ্গে।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে  টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে জশ হেডেল উডকে ছাড়াই মাঠে নেমেছিল তারা। জশ হেজেলউডকে একটা গুঞ্জন তখন থেকেই সুরু হয়েছিল। এরপরকই টেস্ট সিরকি থেকে জশ হেজেলউডের চিটকে য়াওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফে। এরপরই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন এই তারকা অস্ট্রেলিয় পেসার। ইতিমধ্যেই দেশেও ফিরে গিয়েছেন তিনি।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজে নেই জশ হেজেলউড

গোড়ালীর চোট নিয়েই ভারত সফরে এসেছিলেন তিনি। দ্রুত সেরে উঠবেন বলেই আশা্বাদী ছিলেন সকলে। কিন্তু পুরোপুরি সেরে উঠতে ব্যর্থই হয়েছিলেন জশ হেজেলউড। টেস্ট সিরিজ চলাকালীনই দেশে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। গোড়ালীর চোট সারিয়ে কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন সেই সম্বন্ধে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বোঝা যাচ্ছে না। আর এটাই রয়্যাল চ্যালে্ঞ্জার্স শিবিরের চিন্তাটা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে অস্বস্তিতে রয়েছে তারা। সেইসঙ্গে এবার যদি জশ হেজেলউডও খেলতে না পারেন, তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুশ্তিন্তা বাড়াটাই স্বাভাবিক।

আগামী ২ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একান্তই যদি জশ হেজেলউডকে না পাওয়া যায়, তাঁর জায়গায় বিকল্প সন্ধান করার রাস্তাতেই হাঁটতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অন্যদিকে অস্ট্রেলিয়াও যে জশ হেজেলউডকে নিয়ে যে অস্ট্রেলিয়াও ঝুঁকি কম নিতে চাইবেতা বলার অপেক্ষা রাখে না। কারণ আইপিএলের পরই অ্যাশেজের মঞ্চে নামবে অস্ট্রেলিয়া। সেখানে যে জশ হেজেলউড তাদের অন্যতম প্রধানম অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

আপাতত দেশেই রিহ্যাব শুরু হয়ে গিয়েছে জশ হেজেলউডের। যদিও হাতে  অবশ্য এখনও বেশ খানিকটা সময় রয়েছে। এরমধ্যে তাঁর দ্রুত সেরে ওঠার দিকেই তাকিয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির।

The post জশ হেজেলউডের চোট চিন্তা বাড়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের appeared first on CricTracker Bengali.

Exit mobile version