Jonny Bairstow. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। কিন্তু সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা পঞ্জাব কিংস শিবিরে। চোটের ্জন্য এবারের আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। গতবছরই পায়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্ট। যদিও মাঠে ফেরার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু শোনাযাচ্ছে আইপিএঅলের আগে তাঁর পুরোপুরি সেরে ওঠা সম্ভব নয়। এচাড়াো সামনে রয়েছে অ্যাশেজ। সেই কথা মাথায় রেখেই শেষপর্যন্ত এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন জনি বেয়ারস্টো।
আগামী ১ এপ্রিল কলকাতা নাইট রািডার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে পঞ্জাব কিংস। ঘরের মাঠেই তারা প্রথম ম্যাচে নামবে। কিন্তু এই তারকা ক্রিকেটারকে ছাড়াই নামতে চলেছে পঞ্জাব কিংস। জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারের খেলতে না পারাটা যে পঞ্জাব কিংসকে যথেষ্ট চিন্তায় ফেলে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারও যে তিনি পঞ্জাব শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন তা বলার অরেক্ষা রাখে না।
গতবছর গল্ফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো
জনি বেয়ারস্টো কয়েকদিন আগেই প্রস্তুতি শুরু করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি দিয়েছিলেন কয়েকদিন আগে। কিন্তু শেষপর্যন্ত আইপিএলের মঞ্চে নামতে পারবেন না তিনি। আইপিএলের পরই আগামী জুন মাসে রয়েছে অ্যাশেজ। সেই টেস্ট সিরিজে নামার জন্যই বাড়তি ঝুঁকি নিতে নারাজ ইংল্ান্ডের এই তারকা ক্রিকেটার। সেই কারণেই কার্যত এবার আইপিএলের মঞ্চে নামা হচ্ছে না তাঁর। চোট সারিয়ে অ্যাশেজের আগে সুস্থ হয়ে ওঠাই এখন প্রধান লক্ষ্য় জনি বেয়ারস্টোর।
শোনাযাচ্ছে কয়েকদিনেরক মধ্যেই নাকি তাঁর পায়ে অস্ত্রোপচারও হতে পারে। এরপরই শুরু হবে রিহ্যাব। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড়সড় ধাক্কা লেগেছিল ইংল্যান্ড শিবিরে। গল্ফ খেলার সময় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। সেই থেকেই এখনও পর্যন্কত মাঠে দেখা যায়নি জনি বেয়ারস্টোকে। আগামী জুন মাসে হতে চলা অ্যাশেজই এখন পাখির চোখ এই তারকা ক্রিকেটারের।
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে টেস্টের ম়্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। ব্রিটিশদের বাজবল পারফরম্যান্সের অন্যতম প্রধান অস্ত্র তিনি। সেই তারকা ক্রিকেটাররই এবার নামতে পারবেন না আইপিএলের মঞ্চে। শেষ বছরে ইংল্যান্ডের হয়ে ১৯ ইনিংসে ১০৬১ রান করেছেন জনি বেয়ারস্টো। এবারও অ্যাশেজের মঞ্চে সেই পারফর্ম্যান্স ধরে রাখতে মরিয়া তিনি।
The post চোটের জন্য আইপিএলে কার্যত নেই জনি বেয়ারস্টো, অ্যাশেজেই ফেরার সম্ভাবনা তাঁর appeared first on CricTracker Bengali.