BJ Sports – Cricket Prediction, Live Score

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকে বাদ ফার্গুসন, চিন্তা বাড়ল কেকেআরের

 চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকে বাদ ফার্গুসন, চিন্তা বাড়ল কেকেআরের

#image_title

Lockie Ferguson. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ব্ল্যাকক্যাপ্স জোরালো ধাক্কা খেল কারণ পেসার লকি ফার্গুসন চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। নিউ জিল্যান্ডের বোলিং কোচ শেন ইয়ুর্গেনসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পেসার অকল্যান্ডের হয়ে প্রথম-শ্রেণীর ম্যাচে চোট পেয়েছিলেন। শনিবার (২৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের স্কোয়াড থেকে ফার্গুসনের বাদ পড়ার পরে এখনও তাঁর কোনো বদলির নাম ঘোষণা করেনি কিউয়িরা।

৩১শে মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের পরেই ছেড়ে দেওয়া হত ফার্গুসনকে। তাঁর সঙ্গে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপ্সও প্রথম ওয়ানডে খেলে ভারতে আসার বিমানে উঠতেন। তবে এখন হ্যামস্ট্রিংয়ের চোটের ফলে কেকেআরের পেসারের আইপিএলে যোগদান নিয়েও উদ্বেগ বাড়িয়েছে।

“অকল্যান্ডের হয়ে চার দিনের ম্যাচের পরে, কিছু কঠোরতা দেখা দিতে শুরু করেছিল। গত সপ্তাহে এই নিয়ে পরীক্ষা করা হয়েছে এবং সে মনে করেছে যে ৫০ ওভারের ম্যাচে খেলার ধকলের জন্য তার বাইরে থাকাই ভালো,” ইয়ুর্গেনসেন বলেছেন।

আইপিএলের জন্য ইতোমধ্যেই বেশ কিছু তারকাকে ওডিআই স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল নিউ জিল্যান্ড। সেই অনুযায়ী টিম সাউদি, কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে ভারতে আগেই এসে পড়বেন। প্রথম ওয়ানডেতে ফার্গুসনের অনুপস্থিতির ফলে ব্লেয়ার টিকনার, ম্যাট হেনরিদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে এবং ফার্গুসনের মতো অভিজ্ঞ বোলারের অভাব অনুভব করতে পারে নিউ জিল্যান্ড।

এর আগে কেকেআরের হয়ে চারটি মরসুমে খেলেছেন ফার্গুসন

চোট কতটা গুরুতর তা এখনও অজানা এবং আসন্ন আইপিএল ২০২৩-এর আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তা বাড়াতে পারে। আইপিএল ২০২২ মেগা নিলামে ফার্গুসনকে ১০ কোটি টাকার বিনিমরে কিনেছিল গুজরাত টাইটান্স। গত মরসুমে টাইটান্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নেওয়ার পরে আগামী মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিয়েছিল

এখনও পর্যন্ত ৩৫টি আইপিএল ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন ফার্গুসন। আইপিএলের শুরুতে কেকেআরের হয়ে তিনি বেশ কয়েকটি ম্যাচে বাদ পড়লে, টিম সাউদিকে বিদেশী পেসার হিসেবে ব্যবহার করতে পারে নাইটরা।

The post চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকে বাদ ফার্গুসন, চিন্তা বাড়ল কেকেআরের appeared first on CricTracker Bengali.

Exit mobile version