Ravindra Jadeja. (Image Source: IPL/BCCI)
আইপিেলের ইতিহাসে অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। শেষবার ২০২১ সালে আইপিএল চ্যাম্পি.ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে ্বশ্য আইপিএলের লিগ পর্বের গন্ডী টপকাতে পারেনি তারা। াইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের এমন সাফল্যের রাস্তায় এগোনোর পিছনে তাদের দলের অন্দরের পরিবেশও যে অন্যতম প্রধান কারণ কারই ইঙ্গিত দিলেন রবীন্দ্র জাদে্জা। খারাপ পারফর্মযান্স হোক কিংবা ভাল। জুনিয়র হোক কিংবা সিনিয়র। তাদের দলের অন্দরে যে কোনও ভেদাভেদ নেই সেি কথাই এূবার শোনা গেল রবীন্দ্র জাদেজার মুখে।
চেন্নাই সুপার কিংস শিবিরে বারবারই দেখা গিয়েছে অনামী ক্রিকেটারদের খেলতে। আইপি্এলের মঞ্চে ধীরে ধীরে তারা নায়কও হয়ে উঠেছে। ২০১২ সালে আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর থেকে এই দলের জার্সিতেই খেলা চালিে গিয়েছেন তিনি। প্রাচ ১১ বছর আইপিএলের ম়্চে চেন্নাই সুপার কিংসই তাঁর ঘর। সেই দলের অনব্দরের পরিবেশ নিয়েই এবার মুখ খুলেছেন মহেন্দ্র সিং ধোনির স্যার জাড্ডু।
২০১২ সালে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা
ক্রিকেটারদের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ব্যবহার যে সবসময়ই কেমন থাকে সেই কথা বারবারই শোনা গিয়েছে সকলের মুখে। এই ফ্র্যাঞ্চাইজির পরিবেশের জন্যই যে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়তে থাকে সেই কথাও কার্যত বলতে কোনও দ্বিধা নেই রবীন্দ্র জাদেজার। ক্রমাগত খারাপ পারফর্ম্যান্স দেখালেও এখানে কোনও ক্রিকেটারকেই ছোট করে দেখানোর কোনওরকম প্রচেষ্টা হয়না। বরং তাঁর পাশেই দাঁড়ান সকলে। এরপরক ফলেই যে চেন্নাই সুপার কিংস ক্রমাগত সাফল্যের রাস্তায় এগিয়ে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই ধারা শুরু থেকে এখনও পর্যন্ত বদলায়নি। তাতেই আপ্লুত রবীন্দ্র জাদেজা।
স্টার স্পোর্টসের একটি শোয়ে তিনি জানিয়েছেন, সিএসকে ম্যানেজমেনব্ট এবং কর্ণধাররা কখনোই কোনও ক্রিকেটারের ওপর কোনওরকম চাপ তৈরি করেন না। এগারো বছর ধরে চেন্নাই সুপারক কিংস ফ্র্যাঞ্চাইজিকে দেখছি। একই মনোভাব রয়েছে সকলে। যদি কেউ পারফর্ম্যান্স প্রদর্শন করতে না পারে, তারা কখনোই তাঁকে ছোট করে দেখানোর কোনও প্রচেষ্টা সেখানে থাকে না। জুনিয়র, সিনিয়র কোনও ধরণের ভেদাভেদ এই ফ্র্যাঞ্চাইজিতে কখনোও নেই। এমনকী একজন সিনিয়র ক্রিকেটার যে সম্মান এখানে পান, একজন অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারও সেই সম্মান পেয়ে থাকেন এই ফ্র্যাঞ্চাইজিতে।
গতবারের আইপিএলে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি চেন্নাই সুুপার কিংস। লিগ পর্বের গন্ডী টপকাতে তারা ব্যর্থই হয়েছি্ল। সেখানেই এবারের আইপিএলে শুরুটা বেশ ভালভাবেই করেছে চেন্নাই সুপার কিংস। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা্লুরুর বিরুদ্ধে তারা জিততে পারে কিনা সেটাই এখন দেখার।
The post চেন্নাই সুপার কিংসের শিবিরের অন্দরের পরিবেশ নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.