Yashasvi Jaiswal. (Photo Source: BCCI/IPL)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৭ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)। এই ম্যাচে নিজের আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ রান নথিভুক্ত করলেন আরআরের ওপেনার যশস্বী জয়সওয়াল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার মিলে শুরুটা বেশ ভালোভাবেই করেন। তবে বাটলারের থেকেও বেশি আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ওভার থেকেই ব্যাট হাতে দ্রুতগতিতে রান করতে থাকেন তিনি। যশস্বী ম্যাচের প্ৰথম ওভারে ৩টি চার মারেন। তিনি এবং বাটলার মিলে পাওয়ারপ্লেতে ৬৪ রান করেন। যশস্বী এবং বাটলারের মধ্যে ৮৬ রানের পার্টনারশিপ হয়। বাটলার ৪টি চার সহ ২১ বলে ২৭ রান করে আউট হন।
অধিনায়ক সঞ্জু স্যামসন ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। তিনি ১টি চার সহ ১৭ বলে ১৭ রান করেন। তার এবং যশস্বীর মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যশস্বী ৪৩ বলে ৭৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছয়।
ডেথ ওভারে দুর্দান্ত ব্যাটিং করেন দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুরেল
যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর ব্যাট হাতে দুটি ঝোড়ো ইনিংস খেলেন দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুরেল। রাজস্থান রয়্যালস দলের পাওয়ার হিটার শিমরণ হেটমায়ার বেশি রান করতে পারেননি। তিনি ১০ বলে মাত্র ৮ রান করে আউট হন।
দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুরেল মিলে দ্রুতগতিতে ৪৮ রানের পার্টনারশিপ করেন। পাড়িক্কল এবং জুরেল যথাক্রমে ৫টি চার সহ ১৩ বলে অপরাজিত ২৭ রান এবং ৩টি চার ও ২টি ছয় সহ ১৫ বলে ৩৪ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। তুষার দেশপান্ডে ২টি উইকেট শিকার করেন। মহেশ থিকসানা এবং রবীন্দ্র জাদেজা দুজনেই ১টি করে উইকেট পান। রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ৬ ওভারে ১ উইকেটে ৪২ রান করেছে সিএসকে। ফর্মে থাকা ব্যাটার ডেভন কনওয়ে ১৬ বলে মাত্র ৮ রান করে পাওয়ারপ্লের শেষ বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তিনি অ্যাডাম জাম্পার বলে আউট হন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ রান নথিভুক্ত করলেন যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.