Shikhar Dhawan. ( Image Source: IPL )
রবিবাসরীয় চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান পঞ্জাব কিংস লড়াই সুপার হিট। চেন্নাই সুপার কিংসের দুর্ধর্ষ পারপরম্যান্স। পাল্টা লড়াই পঞ্জাব কিংসের। সেখানেই চিপক স্টেডিয়ামে এক নতুন রেকর্ড গড়েছে পঞ্জাব কিংস। ম্যাচের শেষ পর্যন্ত ছিল এক হাড্ডাহাড্ডি লড়াই। সেখানেই শেষপর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে শিখর ধওয়ানের চেন্নাই সুপার কিংস। তাতেই আপ্লুত সকলে। একইসঙ্গে েচেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এমনভাবে ম্যাচ জিতে আপ্লুত শিখর ধওয়ান। চেন্নাই সুপরা কিংসকে তাদের ঘরের মাঠে হারানোটাই লশিখর ধওয়ানের কাছে বিশেষ একটা প্রাপ্তি।
শেষ ওভারের শেষ ওবারে এদিন প়্জাব কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সেই সময়ই অসম্ভবকে সম্ভব করেছিলেন তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। শেষ বলে তিন রান নিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাব কিংসকে অন্যতম গুরুত্বপূর্ণ জয়টা এনে দিয়েছেন তিনি। আর তচাতেই আপ্লুত প়্জাব কিংসের অধিনায়ক শিখর ধওয়ান। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের হারানোটা যে পঞ্জাব কিংস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচ হারলেও ৯২ রান করে ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে
এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই সুযোগ কােজে লাগাতে এতটুকু ভুল করেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। বিশেষ করে এদিন দুরন্ত ফর্মে ছিলেন ডেভন কনওয়ে। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। আর তাতেই বড় রানের রাস্তায় এগিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। পঞ্জাব কিংসের বোলারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম ইনিংস সেষে ৯২ রানে অপরাজিত চিলেন এই তারকা ক্রিকেটার। আর সেষ মুহূর্তে মহেন্দ্রক সিং ধোনির হাত ধরে ২০০ রানের গন্ডী টপকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।
পাল্টা লডড়াইটা শুরু থেকেই হাড্ডহাড্ডি করকেছিল পঞ্জাব কিংস। একসময় চেন্নাই সুপার কিংস ম্যচে ফিরলেও শেষপর্যন্ত জয়েরক হাসি ফুটেছে শিখর ধওয়ানের মুখেই। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয়টাই বিশেষ শিখর ধওয়ানের কাছে। ম্যাচ শেষে শিখর ধওয়ান জানিয়েছিলেন, “এই ম্যাচটা সত্যিই আমাদের কাছে অত্যন্ত বিশেষ। কারণ চেন্নাইয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয়টা বিরাট একটা ব্যপার। েদেলের পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোটা সত্যিই একটা ইতিবাচক দিক ছিল। সমস্ত কীর্তি দলের এবং সাপোর্ট স্টাফের”।
এদিন পঞ্জাবও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াইইটা শুরু করেছিল ভাল। যদিও মাঝপথে খানিকটা উইকেট খুইয়ে রানের গতি তাদেরও কমেছিল। কিন্তু শেষপর্যন্ত সিকান্দার রাজার হাত ধরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল পঞ্জাব কিংস।
The post চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে জয় পাওয়াটাই বিশেষ শিখর ধওয়ানের কাছে appeared first on CricTracker Bengali.