Skip to main content

চেন্নাই সুপার কিংসের ওপেনিংয়ে ডেভন কনওয়ের পারফরম্যান্সের প্রশংসায় ম্যাথু হেডেন

 চেন্নাই সুপার কিংসের ওপেনিংয়ে ডেভন কনওয়ের পারফরম্যান্সের প্রশংসায় ম্যাথু হেডেন

Devon Conway. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

শুরুর দিকে একটু ধীর গতিতে খেললেও সম.য় যত এগোচ্ছে চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন।  ম্যাচের সংক্যা বাড়ার সঙ্গে তাঁর ব্যাটিংও ক্করমশ বিদ্বংসী হয়ে উঠছে। শে কয়েটকটি ম্যাচে যেভাবে রুতুরাজ গায়কোয়াড়ের সহ্গে ডেভন রকনওয়ে পারফর্ম্যান্স দেখিয়েছেন, তাতেই আপ্লুত প্রাক্তন সিএসকে ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে ডেভন কনওয়ের হাত ধরেই এবার চেন্নাই সুপার কিংসের ওপেনিং পারফর্ম্যান্সের ধারাবাহিকতা এসেছেষ আরক সেটাই যে চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারণ তা বলতে দ্বিধা করেননি ম্যাথু হেডেন।

প্রথম দিকের কয়েকটি ম্য়াচে ডেভন কনওয়েকে সেভাবে বিধ্িবংস পারফরম্যান্স করতে দেখা যায়নিষ. বরং শুরুর দিকে তিনি খানিকটা দীর গতিতেই ব্যাটিং করতেন। বরং সুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে দেখা যেত রুতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু ধীরে ধীরে সেই চিত্রটা বদলাতে সুরু করেছে। পাওয়ার প্লে কে এখন ভয়ঙ্কর হয়ে ুঠছেন ডেভন কনওয়ে। শেষ কয়েকটি ম্যাচে তাঁর সেই বিধ্বংসী চরিত্রের পরকিচয় পেয়েছেন প্রতিপক্ষ দলের বোলাররাও। আর তাতেই চেন্ংনাই সুপার কিংসের ওপেনিং পার্টনারসিপের ক্ষেত্রে একটা দারাবাহিকতা এসেছে বলে মনে করছেন ম্যাথু হেডেন।

চলতি আইপিএলে ইতিমধ্যে ৩১৪ রান করে ফেলেছেন ডেভন কনওয়ে

শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল। সেখানেও ডেভন কনওয়ে ছিলেন নিজের মেজাজে। রুতুরাজ গায়কোয়াড় না পারলেও, পাওয়ার প্লেকে সম্পূর্ণ কাজে লাগিয়েছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ফের একটা অর্দশতরান। ইতিমধ্যেই চলতি াইপিএলের মঞ্চে চারটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে ডেভন কনওয়ের। নাইট রাউডার্সের বিরুদ্ধে ৪০ বলে ৫৬ রানের ইনিংস কেলেছিলেন ডেভন কনওয়ে। সেখানেও তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৪টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি।

এমন পারকফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন ম্যাথু হেডেন। তাঁর মতে, “শেষ কে.েকটি ম্যাচে ডেভন কনওয়ে যেন তাঁর গতিতের গিয়ারটা বদেলে ফেলেছেন। এবারের াইপিএলের সুরুর দিকে চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটির পারফর্ম্যান্সে খানিকটা বারসাম্যের অভাব বোধ হচ্ছিল। চড়াই উতরাই ছিল তাদের পারফরকম্যান্সে। কিন্তু এখন সেখানে একটা ধারাবাহিকতা রয়েছে। দেখে ভাল লাগছে যে একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিয়েছেন ডেভন কনওয়ে”।

এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইতিমদ্য়েই চারটি অর্ধশতরান কররা হয়ে গিয়েছে েই তারকা ক্রিকেটারের। তাঁর রয়েছে ৩১৪। সেইসঙ্গে এবারের আইপিেলে এখনও পর্যন্ত ডেভন কনওয়ের সর্বোচ্চ রান ৮৩। এই ধারা তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

The post চেন্নাই সুপার কিংসের ওপেনিংয়ে ডেভন কনওয়ের পারফরম্যান্সের প্রশংসায় ম্যাথু হেডেন appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...