BJ Sports – Cricket Prediction, Live Score

চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সুনীল গাভাস্কার

 চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সুনীল গাভাস্কার

#image_title

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

২৮শে মে, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (জিটি)। কোয়ালিফায়ার ১-এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে ১৫ রানে পরাজিত করে প্ৰথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল এমএস ধোনির নেতৃত্বাধীন দল। এরপর কোয়ালিফায়ার ২-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৬২ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় জিটি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন যে এমআইয়ের পর তার দ্বিতীয় প্রিয় দল হল সিএসকে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি চান চেন্নাই সুপার কিংস শিরোপা জিতুক। এছাড়াও তিনি বলেছেন যে নিঃসন্দেহে জিটি হল সেরা দল।

সুনীল গাভাস্কার স্পোর্টস টুডেতে বলেন, “মুম্বাই ইন্ডিয়ান্সের পর চেন্নাই সুপার কিংস হল আমার দ্বিতীয় প্রিয় দল। আমার হৃদয় চায় সিএসকে জিতুক কারণ এমএস ধোনি এটি আরও একবার জিততে সক্ষম হলে সেটি দুর্দান্ত হবে। আবারও প্রমাণ করতে পারবেন যে শান্তভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে একটি পার্থক্য তৈরি করা যায়। এই ব্যাপারে সন্দেহ নেই যে গুজরাট টাইটান্স সেরা দল। তারা শুভমালন গিলের মতো দুর্দান্ত ওপেনার এবং হার্দিক পান্ডিয়ার মতো অধিনায়ক পেয়েছে।”

পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দুটিই বর্তমানে গুজরাট টাইটান্সের দুজন খেলোয়াড়ের কাছে রয়েছে

বর্তমানে পার্পেল ক্যাপের তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন মহম্মদ শামি। তিনি ১৬টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১১। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রশিদ খান এবং মোহিত শর্মা রয়েছেন। অর্থাৎ পার্পেল ক্যাপের তালিকায় থাকা প্ৰথম তিনজন বোলারই হলেন জিটির খেলোয়াড়। রশিদ ১৬টি ম্যাচ খেলে ২৭টি উইকেট এবং মোহিত ১৩টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন।

অন্যদিকে, অরেঞ্জ ক্যাপের তালিকায় এই মুহূর্তে প্ৰথম স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ১৬টি ম্যাচ খেলে ৮৫১ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ১২৯। এই মরসুমে তিনি এখনও পর্যন্ত ৩টি শতরান এবং ৪টি অর্ধশতরান করেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে এই মরসুমে সবথেকে বেশি উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে। তিনি ১৫টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন। সিএসকের হয়ে সবথেকে বেশি রান করেছেন ডেভন কনওয়ে। তিনি ১৫টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন। এই মরসুমে শেষমেশ কোন দল শিরোপা জেতে সেটাই এখন দেখার বিষয়।

The post চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সুনীল গাভাস্কার appeared first on CricTracker Bengali.

Exit mobile version