BJ Sports – Cricket Prediction, Live Score

চেন্নাই সুপার কিংসকে অতিরিক্ত রান দেওয়া কমানোর ক্ষেত্রে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

 চেন্নাই সুপার কিংসকে অতিরিক্ত রান দেওয়া কমানোর ক্ষেত্রে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

#image_title

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) একে অপরের মুখোমুখি হয়েছিল। ব্যাটিংয়ে রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে এবং বোলিংয়ে মঈন আলির দুর্দান্ত প্রদর্শনের হাত ধরে ১২ রানে জয় পায় সিএসকে। সিএসকের ২১৭ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে এলএসজি।

এই ম্যাচে জয় পেলেও ধোনির নেতৃত্বাধীন দলের জন্য একটি চিন্তার বিষয় রয়েই যাচ্ছে। এলএসজির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের বোলাররা ১২টি ওয়াইড এবং ৩টি নো-বল করেছে। সিএসকের পেস বোলারদের যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে নাহলে তাদের আগামী ম্যাচগুলিতে সমস্যায় পড়তে হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে সিএসকের বোলাররা ৪টি ওয়াইড এবং ২টি নো-বল করেন।

এই ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে সিএসকের অভ্যন্তরে এমন কোনো নিয়ম করা উচিত যেখানে অতিরিক্ত রান দিলে বোলারদের কোনো শাস্তি পেতে হবে।

সুনীল গাভাস্কার বলেন, “তাদের হয়তো দলের মধ্যে একরকম শাস্তি রাখা উচিত।”

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপও এই ব্যাপারে মুখ খুলেছেন। বিশপ বলেছেন যে তিনি এমএস ধোনির সাথে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ধোনি বলেছেন যে হাঙ্গারগেকার অত্যন্ত ভালো বল করেছিলেন কিন্তু নো-বলগুলি গ্রহণযোগ্য নয়।

ইয়ান বিশপ বলেন, “আমরা শেষ ম্যাচের পর ধোনির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন রাজবর্ধন হাঙ্গারগেকার অত্যন্ত ভালো বল করেছিলেন কিন্তু নো-বলগুলি অগ্রহণযোগ্য।”

“তাদের নো বল এবং ওয়াইড বল করা কমাতে হবে” – মহেন্দ্র সিং ধোনি

সিএসকের পেসারদের অতিরিক্ত রান দেওয়ার ব্যাপারে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তাদের বোলারদের ওয়াইড এবং নো-বল করা কমাতে হবে এবং সেটি না হলে তাদেরকে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় মহেন্দ্র সিং ধোনি বলেন, “তাদের নো বল এবং ওয়াইড বল করা কমাতে হবে। আমরা অনেক অতিরিক্ত ডেলিভারি বল করছি এবং সেগুলি কমাতে হবে অন্যথায় তারা একটি নতুন অধিনায়কের অধীনে খেলবে।”

আইপিএল ২০২৩-এ সিএসকে এখনও অবধি দুটি ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে। ৮ই এপ্রিল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে।

The post চেন্নাই সুপার কিংসকে অতিরিক্ত রান দেওয়া কমানোর ক্ষেত্রে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার appeared first on CricTracker Bengali.

Exit mobile version