BJ Sports – Cricket Prediction, Live Score

চেন্নাইয়ের কাছে হারের কারণ প্রসঙ্গেই মুখ খুললেন লোকেশ রাহুল

 চেন্নাইয়ের কাছে হারের কারণ প্রসঙ্গেই মুখ খুললেন লোকেশ রাহুল

#image_title

KL Rahul. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষরক্ষা করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। লড়াই চালালেও শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংসের রানের পাহাড়  টপকাতে ব্যর্থই হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। যদি সেই ম্যাচেও লখনউ সুপার জাায়ান্টসের ব্যাটাররা ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন। ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করলেও হারের কারণ জানাতেও দ্বিধা করেননি লোকেশ রাহুল। তাঁর মতে ম্যাচের শুরুর দিকে বেশ কিছু ছোট ছোট মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচ শেষ হওয়ার পর হারের প্রধান কারণ হিসাবে এটাকেই দেখিয়েছেন লোকেশ রাহুল। যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ম্যাচে রবি বিষ্ণোই এবং কাইলক মেয়ার্সের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ংসার সুরই শোনা গিয়েছে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের মুখে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য তাদের। এই মুহর্তে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন কাইল মেয়ার্স।

চেন্নাই সুপার কিংসের কাছে ১২ রানে হেরে গিয়েছ লখনউ সুপার জায়ান্টস

সোমবার প্রখথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই রুতুরাজস গায়কোয়াড়, ডেভন কনও.ের পার্টনারশিপ এবং শেষ মুহর্তে ধোনি নও অম্বাতি রায়াডুর হাত ধরে ২১৭ রানে পৌঁছেছিল চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত এবারের াইপিএলে চেন্নাই সুপার কিংসই সর্বোচ্চ রান করেছে। যদিও সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমে একেবারে হাল ছেড়ে দেয়নি লখনউ সুপার জায়ান্টস ব্যাটাররা। শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে তারা। শেষপর্যন্ত অবশ্য ১২ রানেই হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে।

ম্যাচ শেষে লোকেশ রাহুল তাগের হারের প্রসঙ্গে জানিয়েছেন, “এদিনের ম্যাচে আমরা ভাল ব্যাটিং করেছিলাম। কিন্তু ছেট ছোট মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারিনি। কাইল মেয়ার্স অসাধারণ ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানোর পর এই ম্যাচেও সেই পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন তিনি। সুযোগের সদ্ব্যাবহার করে তিনি কী করছেন সেটা দেখে সত্যিই ভাল লাগছে। রবি বিষ্ণোইও ভাল পারফর্ম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে  যে মুহর্তে পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, সেই সময়ই উইকেট তুলে নিয়েছেন তিনি। এটাই দেখে সবচেয়ে ভাল লাগছে”।

প্রথম ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন কাইল মেয়ার্স। ওদিন ওয়েস্ট ইনব্ডিজের বিরুদ্ধেও অর্ধশতরানেরপ ইনিংস খেলেছিলেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছে এখন সকলে।

The post চেন্নাইয়ের কাছে হারের কারণ প্রসঙ্গেই মুখ খুললেন লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.

Exit mobile version