Faf Duplessis. ( Image Source: Jio cinema )
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু ফাফ ডুপ্লেসির মধ্যে যে এখনও কতটা খেলা বাকি রয়েছে, তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়ে ছিলেন ফাফ ডুপ্লেসি। লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে ক্যাপ্টেনস নক খেললেন ফাফ ডুপ্লেসি। এদিন চিন্নস্বামী স্টেডিয়ামে উঠেছিল রানের ঝড়। সেখানেই আইপিএল ২০২৩ সালের দীর্ঘতম ছয়ও হাঁকিয়ে নতুন রেকর্ড তৈরি করলেন ফাফ ডুপ্লেসি।
গতবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়েছেন ফাফ ডুপ্লেসি। তাঁর নেতৃ্ত্বে সেবার প্লেঅফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে রয়েছেন ফাফ ডুপ্লেসি। এবারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত মেজাজে চিলেন ফাফ ডুপ্লেসি। প্রথম ম্যাচেই পেয়েছিলেন অর্ধশতরান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু ঘরের মাঠে ফের নিজের ছন্দে ফাফ ডুপ্লেসি। এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন তিনি। সেখানেই পাপ ডুপ্লেসির হাত থেকে এল এবারের আইপিএলের দীর্ঘতম ছয়।
লখনউ সুুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৬ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন ফাফ ডুপ্লেসি
রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১৫ মিটারের দীর্ঘ ছয় হাঁকালেন ফাফ ডুপ্লেসি। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। ম্যাচের শুরুটা বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি খানিকটা ধীর গতিতে করেছিল। কিন্তু সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বিরাট কোহলি থেমে গেলেও, ফাফ ডুপ্লেসিকে এদিন আটকানোর কোনো অস্ত্র ছিল না লোকেশ রাহুলের তুনে। তাঁর ব্যাট থেকে চিন্নস্বামী স্টেডিয়ামে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। আর তাতেই কার্যত লখনউয়ের বোলিং লাইনআপ যে বিধ্বস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
The biggest six of IPL 2023 – Faf Du Plessis with a gigantic 115M six. pic.twitter.com/GdrYeEsWKt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
৪৬ বলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন ৭৯ রানের ইনিংস খেলেছিলেন ফাফ ডুপ্লেসি। এদিন তাঁর আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতেউ পারেনি কেউ। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। সেখানেই ম্যচের ১৪ নম্বর ওভারে বোলিং করতে এসেছিলেন রবি বিষ্ণোই। সেই সময় ফাফ ডুপ্লেসির রান ছিল ৩৩। সেই সময় থেকেই তিনি বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে শুরু করেছিলেন ফাফ ডুপ্লেসি। সেই ওভারেই এবারের আইপিএলের দীর্ঘতম ছয় হাঁকিয়েছেন ফাফ ডুপ্লেসি। ১১৫ মিটার দীর্ঘ ছয় হাঁকিয়েছেন তিনি।
সেই থেকেই ফাফ ডুপ্লেসির ঝড় শুরু হয়েছিল এদিন । শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তাঁর ৭৯ রানের অপরাজিত ইনিংস জুড়ে রয়েছে ৫টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি। ফাফ ডুপ্লেসির পারফরম্যান্স দেখার পর থেকে তাঁর কথাই এখন সকলের মুখে।
The post চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এ দীর্ঘতম ছয় হাঁকালেন ফাফ ডুপ্লেসি appeared first on CricTracker Bengali.