BJ Sports – Cricket Prediction, Live Score

চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমে আবেগতাড়িত লোকেশ রাহুল

 চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমে আবেগতাড়িত লোকেশ রাহুল

#image_title

KL Rahul. ( Image Source: LSG )

২০১৬ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন লোকেশ রাহুল। মাঝে কেটে গিয়েছে বহুদিন। আইপিএলে আরপও নানান দল ঘুরে এখন লোকেশ রাহুলের গন্তব্য লখনউ সুপার জায়ান্টস। গতবছরই লখনউয়ের অধিনায়ক হেয়েছিলেন লোকেশ রাহুল। প্রায় চার বছর পর অধিনায়ক হিসাবে এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমেছেন লোকেশ রাহুল। তবে প্রতিপক্ষ শিবির হিসাবে। এই মাঠেই আইপিএলের হয়ে অভিষেক হয়েছিল লোকেশ রাহুল। সেই মাঠে নামার আগে আবেগতাড়িত লোকেশ রাহুল। এখনও এটাই যেতাঁর ঘরের মাঠে বলতে দ্বিধা করেননি লোকেশ রাহুল।

গতবারই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছিলেন লোকেশ রাহুল। সেই মরসুমে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। এবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরদ্ধে নেমেছেন লোকেশ রাহুল। ২০১৩ সালে এই চিন্নাস্বামী স্টেডিয়ামই ছিল তাঁর আইপিএলের প্রথম ঘরের মাঠ। সেখানেই এবার এক নতুন ভূমিকায় নেমেছেন লোকেশ রা্হুল। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেললেও চিন্বাস্বামী স্টে়ডিয়ামের সঙ্গে তাঁর যোগটাযে অনেক নিবিড় তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের টসের সময় সেই কথাই বলতে শোনা গেল লোকেশ রাহুলের মুখে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেম লোকেশ রাহুল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। এই মাঠের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর। সেইসঙ্গে ঘরোয়া মরসুমেও এই মাঠ তাঁর ঘরের মাঠ। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতেই প্রথমবার আইপিএলের মঞ্চে েই মাঠে নেমেছিলেন তিনি। এরপর ফের ২০১৬ সালে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন লোকেশ রাহুল।সেজন্যই খানিকটা আবেগতাড়িত লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল।

টসের সময় লোকেশ রাহুল জানিয়েছেন, আমার কাছে এখনও এই মাঠ হোম গ্রাউন্ড। এই ম্যাচের আে এখনও পর্যন্ত আমরা একটিই অ্যাওয়ে ম্যাচ খেলেছি্ এবং সেখানে হেরেছিলাম। কিন্তু লখনউতে ফের জয়ের রাস্তায় ফি্রতে পেরেছি আমরা। কোন জিনিসের ওপর নিজেদের নিয়ন্ত্রন রাখতে পারি সেদিকেই বাড়তি নজর দিচ্ছি আমরা।

২০১৬ সালেই শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন লোকেশ রাহুল। সেবার আরসিবির হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন লোকেশ রাহুল। ৩৯৭ রান করেছিলেন। এরপর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবসময়ই তাঁর প্রতিপক্ষ। ঘরোয়া ক্রিকেটে চিন্নাস্বামী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে অধিনায়ক হিসাবে নেমেছেন তিনি। আর তাতেই আবেগতাড়িত লোকেশ রাহুল।

The post চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমে আবেগতাড়িত লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.

Exit mobile version