Asia cup. (Photo source: Twitter)
অবশেষে স্বস্তি। সবকিছু ঠিকঠাক চললে এই সপ্তাহেই ঘোষণা হতে চলেছে আসন্ন এশিয়া কাপের সূচী। কয়েকদিন ধরেই এশিয়াকাপের সূচী ঘোষণা হওয়া নিয়ে চলছিল নানান সমস্যা। এশিয়া কাপের ম্যাচের ভেন্যু থেকে বিশ কিছু জিনিস নিয়ে সমস্যার দজেরেই সেই সচী ঘোষণাকরা সম্ভব হচ্ছিল না। শোনাযাচ্ছে সেই সমস্ত সমস্যা মিটে গিয়েছে। এই সপ্তাহেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের সূচী। শেষপর্যন্ত কী গয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশের দায়িত্ব রয়েছে পাকিস্তানের ওপর। সেই থেকেই ভারতের এসিয়া কাপ খেলা নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল। নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাবই শোনা গিয়েছিল ভারতীয় বোর্ডের মুখে। সেটা শোনার পর থেকেই আবার বিরোধিতা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও শেষপর্যন্ত ভারতীয় বোর্ডের প্রস্তাব মেনে নিয়েছিল এসিসি। সেখানে নিপেক্ষ ভেন্যুহিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নিয়েছিল েসিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে এখনও পর্যন্ত এসিসির তরপে এশিয়া কাপের সূচী ঘোষণা করা সম্ভব হয়নি।
এবারের এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ খেলবে ভারত
বেশ কয়েকদিন ধরেই নানান জল্পনা চলচিল এশিয়া কাপ শুরু হওয়া নিয়ে। কয়েকদিন আগেই পিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন এসিসির কর্তারা। সেখানেই আলোচনার পর শেষপর্যন্ত সমাধানসূত্র বেড়িয়ে এসেছে। কয়েকটি সমস্যার এশিয়া কাপের সূচী ঘো,ণাতে দেরী হচ্চিল এসিসির। অবশেষে সমস্যার জট কেটে গিয়েছে। এই সপ্তাহেই শেষপর্যন্ত এশিয়া কাপের সূচী ঘোষণা হতে চলেছে। আর থেকেই য়ে উত্তেজনার পারদ চড়তে সুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেই যে সকের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “গত শনিবারি পিসিবি কর্তা এবং এসিসির কর্তাদের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানেই লজিস্টিক সংস্যা, সাংগঠনিক ব্যবস্থা ও বিপনন বিষয়ে নানান আলোচনা হয়েছিল। একইসঙ্গে সেখানে ২০২৩ সালের এশিয়া কতাপের সূচী নিয়েও নানান আলোচনা হয়েছে। এই সপ্তাহেই এশিয়া কাপের ক্রীড়াসূচী ঘোষণা হতে পারে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ হতে পারে পাকিস্তানে। সেখানেই প্রতিটি দেশকে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড”।
গতবারের এশিয়া কাপে ফাইনালে পৌঁছলেও হারতে হয়েছিল পাকিস্তানকে। এবার একদিনের ফর্ম্যাটে হবে এসিয়া কাপ। সেখানেই শেষপর্যন্ত কোন দয় জয়ী হয় সেগদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। একইসঙ্গে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেও তাকিয়ে রয়েছেন সকলে।
The post চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের সূচী, সকলের নজর ভারত-পাক ম্যাচের দিকে appeared first on CricTracker Bengali.