Faf Duplessis. ( Image Source: IPL )
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফাফ ডুপ্লেসি। কিন্তু তাঁর মধ্যে যে এখনও কতটা খেলা বাকি রয়েছে, সেটা এবারের নাইপিেল দেখলেই বোঝা য়ায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিমনায়কের দায়িত্ব রয়েছে ফাফ ডুপ্লেসে। যদিও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন অধিনায়কের দায়িত্বে রয়েছেন বিরাট কোহলি। সেই মঞ্চেই কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়লেন ফাপ ডুপ্লেসি। আইঅপিএলের মঞ্চেই টি টোয়েন্টি কেরিয়ারে ৯০০০ রাম সম্পূর্ণ করলেন প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার। সেইসঙ্গে এবারের আইপিএলেও পেলেন পঞ্চম অর্ধশতরান।
গতবারই রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে এসেছিলেন ফাফ ডুপ্লেসি। সেই থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছেন ফাফ ডুপ্লেসি। ২০২৩ সালের আইপিএলে তাঁর ব্যাট থেকে শুধুই বড় রানের ঝলক দেখা গিয়েছে। এবারের আইপিএলের মঞ্চেই অন্যতম নয়া নজির গড়েছেন তিনি। অরেঞ্জ ক্যাপের দৌড়ে নিজের জায়গা পাকা করে ফেলতে কোনো সুযোগই হাতছাড়া করছেন না ফাফ ডুপ্লেসি। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। সেই সময়ই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে নয়া রেকর্ড গড়েছেন এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন ফাফ ডুপ্লেসি
তাঁর আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটারই টি টোয়েন্টি ফর্ম্যাটে ৯০০০ রানের মাইলস্টোন গড়তে পেরেছিলেন। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সেই কাজ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লেসি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসাবেই টি টোয়েন্টি ফর্ম্যাটে ৯০০০ রানের মাইনস্টোন গড়লেন ফাপ ডুপ্লেসি। তাঁর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে এবি ডেভিলিয়র্স এবং ডেভিড মিলারেরই এই রেকর্ড রয়েছে। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই রেকর্ডই গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
অন্যদিকে এবারের আইপিএলের মঞ্চেও অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন ফাফ ডুপ্লেসি। শুরু থেকেই এবার দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই ফাফ ডুপ্লেসির ব্যাটে চিল রানের ঝড়। গত ম্যাচেই তাঁর মাথায় উঠেছিল অরেঞ্জ ক্যাপও। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ব্যাট হাতে ফাফ ডুপ্লেসি ছিলেন দুরন্ত ফর্মে। ৩৯ বলে ৬২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ফাফ ডুপ্লেসি। আর সেইসঙ্গেই এবারের আইপিএলে পঞ্চম অর্ধশতরানও করে ফেলেছেন তিনি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন সপ্তম ম্যাচে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটো ম্যাচ বাদ দিলে বাকি প্রতিটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন তিনি। এদিন বিরাট কোহলি শুরুতে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই জায়গা থেকেই ম্যাক্সওয়েলের সঙ্গে রানের গতি এগিয়ে নিয়ে যান ফাফ ডুপ্লেসি। আর তাতেই সাফল্য। এদিন ৩৯ বলে ৬২ রানে থামেন ফাফ ডুপ্লেসি। সেখানেই তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৮টি বাউন্ডারি এব ২টি ওভার হাউন্ডারি দিয়ে। সেইসঙ্গেই ফাফ ডুপ্নেসির মুকুটে উঠল নতুন পালক।
The post চলতি আইপিএলে পঞ্চম অর্ধশতরান করে টি টোয়েন্টিতে নতুন নজির ফাফ ডুপ্লেসির appeared first on CricTracker Bengali.