BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স

 ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স

#image_title

Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সংস্করণে প্ৰথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৮১ রানে পরাজিত করল কেকেআর।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কেকেআর কেকেআর ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায়। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং মনদীপ সিং যথাক্রমে ৭ বলে ৩ রান এবং ১ বলে ০ রান করেন। দুজনকেই পরপর দুই বলে আউট করেন ডেভিড উইলি। তবে কেকেআরের আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তিনি ৬টি চার এবং ৩টি ছয় সহ ৪৪ বলে ৫৭ রান করে আউট হন। আন্দ্রে রাসেল ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি কর্ন শর্মার প্ৰথম বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। তিনি এসে খেলার রূপ পুরোপুরি বদলে দেন। তিনি মাত্র ২৯ বলে ৬৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। রিঙ্কু সিংও একটি ভালো ইনিংস খেলেন। তিনি ২টি চার এবং ৩টি ছয় সহ ৩৩ বলে ৪৬ রান করে আউট হন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে আরসিবির সবথেকে সফল বোলার ছিলেন ডেভিড উইলি। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। কর্ন শর্মা ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। মোহাম্মদ সিরাজও ১টি উইকেট শিকার করেন।

কেকেআরের স্পিনারদের সামনে ধরাশায়ী হল আরসিবির ব্যাটসম্যানরা

ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন আরসিবির দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি। তারা প্ৰথম উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ করেন। এরপরেই শুরু হয় আরসিবির ব্যাটিং বিপর্যয়। ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসিস যথাক্রমে ১৮ বলে ২১ এবং ১২ বলে ২৩ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিক প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ম্যাক্সওয়েল এবং হর্ষল যথাক্রমে ৭ বলে ৫ এবং ২ বলে ০ রান করে আউট হন। শাহবাজ ৫ বলে ১ এবং কার্তিক ৮ বলে ৯ রান করেন। মাইকেল ব্রেসওয়েল ১৮ বলে ১৯ রান করে আউট হন।

কেকেআরের স্পিনারদের সামনে আরসিবির কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ টিকতে পারেননি। কেকেআরের স্পিনাররা মোট ৯টি উইকেট নেন। বাকি ১টি উইকেট নেন শার্দুল ঠাকুর। নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন সুয়শ শর্মা। সুনীল নারিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। কেকেআরের অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ৩.৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষমেশ ১৭.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-

A memorable first victory of #TATAIPL 2023 at home.@KKRiders secure a clinical 81-run win over #RCB ⚡️⚡️

Scorecard – https://t.co/J6wVwbsfV2#TATAIPL #TATAIPL 2023 pic.twitter.com/kLLLMU23RC

— saptarshi Das (@Saptarshi105) April 6, 2023

The post ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version