Skip to main content

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স

 ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স

Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সংস্করণে প্ৰথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৮১ রানে পরাজিত করল কেকেআর।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কেকেআর কেকেআর ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায়। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং মনদীপ সিং যথাক্রমে ৭ বলে ৩ রান এবং ১ বলে ০ রান করেন। দুজনকেই পরপর দুই বলে আউট করেন ডেভিড উইলি। তবে কেকেআরের আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তিনি ৬টি চার এবং ৩টি ছয় সহ ৪৪ বলে ৫৭ রান করে আউট হন। আন্দ্রে রাসেল ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি কর্ন শর্মার প্ৰথম বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। তিনি এসে খেলার রূপ পুরোপুরি বদলে দেন। তিনি মাত্র ২৯ বলে ৬৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। রিঙ্কু সিংও একটি ভালো ইনিংস খেলেন। তিনি ২টি চার এবং ৩টি ছয় সহ ৩৩ বলে ৪৬ রান করে আউট হন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে আরসিবির সবথেকে সফল বোলার ছিলেন ডেভিড উইলি। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। কর্ন শর্মা ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। মোহাম্মদ সিরাজও ১টি উইকেট শিকার করেন।

কেকেআরের স্পিনারদের সামনে ধরাশায়ী হল আরসিবির ব্যাটসম্যানরা

ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন আরসিবির দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি। তারা প্ৰথম উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ করেন। এরপরেই শুরু হয় আরসিবির ব্যাটিং বিপর্যয়। ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসিস যথাক্রমে ১৮ বলে ২১ এবং ১২ বলে ২৩ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিক প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ম্যাক্সওয়েল এবং হর্ষল যথাক্রমে ৭ বলে ৫ এবং ২ বলে ০ রান করে আউট হন। শাহবাজ ৫ বলে ১ এবং কার্তিক ৮ বলে ৯ রান করেন। মাইকেল ব্রেসওয়েল ১৮ বলে ১৯ রান করে আউট হন।

কেকেআরের স্পিনারদের সামনে আরসিবির কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ টিকতে পারেননি। কেকেআরের স্পিনাররা মোট ৯টি উইকেট নেন। বাকি ১টি উইকেট নেন শার্দুল ঠাকুর। নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন সুয়শ শর্মা। সুনীল নারিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। কেকেআরের অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ৩.৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষমেশ ১৭.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-

A memorable first victory of #TATAIPL 2023 at home.@KKRiders secure a clinical 81-run win over #RCB ⚡️⚡️

Scorecard – https://t.co/J6wVwbsfV2#TATAIPL #TATAIPL 2023 pic.twitter.com/kLLLMU23RC

— saptarshi Das (@Saptarshi105) April 6, 2023

The post ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লজ্জাজনকভাবে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...