Aakash Chopra. (Photo Source: Instagram)
বুধবার ঘরের মাঠে লখনউ সুপার জাায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংসকেই এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এই মুহূর্তে দুই দলই তিনটি ম্যাচ খেলে দুটোতে জয় পেয়েছে। তবে চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরদ্ধে রাজস্থান রয়্যালস পারবে না বলেই মেনে করছেন আকাশ চোপড়া। তাঁর মতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মতো দলকে হারানোটা খুবই কঠিন।
এখনও পর্যন্ত ঘরের মাঠে একটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা যদি্ও অন্যদিকে রাজস্থান রয়্যালসও রয়েছে ফর্মে েরয়েছে অএবারের াইপিএলে । বিশেষ করে জস বাটলার, যসস্বী জয়সওয়াল এব সঞ্জু স্যামসেনদের দাপটের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারছে না কোনও দল। কিন্তু এই ্মযাচে তেমনটা হবে না বলেই মনে করছেন আকাশ চোপড়া। গত ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেখে মুগ্ধ হয়েছে সকলে। সেইসঙ্গে বড় জয়ও তুলে নিেেয়েছে এই চেন্নাই সুপার কিংস।
শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছিল চেন্নাই সুপার কিংস
যদিও অন্যদিকে রাজস্থান রয়্যালসও রয়েছে দুর্ধর্ষ ফর্মে। গত ম্যাচে জস বাটলার ও যসস্বী জয়সওয়ালের হাত ধরেই বড় জয় তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। একইসঙ্গে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসও দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছিল। সেখানে্ই অজিঙ্ক রাহানের হাত থেকে দেখা গিয়েছিল রানের ঝড়। সেই পারফর্ম্যান্সের কথা মাথায় রেখেই ধোনির চেন্নাই সুপার কিংসকে এগিয়ে রাখছেন আতাশ চোপড়া। যদিও শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে হাসে ফোটে সেটাই এখন দেখার।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ ছোপড়া জানিয়েছেন, “আমি মনে করি যে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংসই জিততে চলেছে। তাদের ঘরের মাঠে কোনও একটা দূর্গের চেয়ে কম কিছু নয়। আর সেই দূর্গ যে চেন্নাই সুপার কিংস রক্ষা করতে পারবে তা বলার অপেক্ষা রাখে না”।
প্রথম ম্যাচে হারলেও, পরপর দুই ম্যাচেই চেন্নাই সুপার কিংস দুর্ধর্ষ জয় তুলে নিয়েছে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের ওপেনার রুকুরাজ গায়কোয়াড় দুরন্ত ফর্মে রয়েছে। এই ম্যাচেও যে তাঁর হাত থেকে বড় রানের ঝলক দেখা যাবে, সেই ব্যপারে আশাবাদী সকলে। এখন শুধুই চিপকে দুই দলের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে এগিয়ে রাখছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.