BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাঠে বিরাট কোহলির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান বীরেন্দ্র সেওয়াগ

#image_title

Virat Kohli. ( Image Source: Twitter )

সবকিছু ঠিকঠাক চললে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপই হয়ত বিরাট কোহলিরও শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই  বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বিরেন্দ্র সেওয়াগ। এবারের বিশ্বকাপে ট্রপি হাতে বিরাট কোহলিকে দেখতে চান এই তারকা ক্রিকেটার। যদিও তাঁর সেই স্বপ্ন পূরণ হয় কিনা তা তো সময়ই বলবে। তবে বীরেন্দ্র সেওয়াগ কিন্তু বিরাট কোহলিকে নিয়ে বেশ আশাবাদী। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। প্রথম ম্যাচই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। সেখানই ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল।  এবারের বিশ্বকাপও হবে রাউন্ড রকবিন নিয়মে। সেখানেই বিরাট কোহলির দিকে যে গোটা ভারবাসী তাকিয়ে রয়েছে তা বলৈার অপেক্ষা রাখে না। বীরেন্দ্র সেওয়াগও ব্যতিক্রম নন। প্রাক্তন ভারত অইধিনায়কের হাতেই এবার বিশ্বকাপের ট্রফি দেখতে চান তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শেষ ম্যাচে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি

২০১১ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। সেই থেকেই ভারতীয় দলের হয়ে সাফল্যের রাস্তায় এগনো শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে চারটি বিশ্বকাপ খেলবেন বিরাট কোহলি। ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বেই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সেবার সেমিফাইনালের মঞ্চে পৌঁছতে পারলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। হতাশাকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। এবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামছে ভারত। তার আগে বিরাট কোহলির পারফরম্যান্স যে ভারতীয় দলকে আশা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “২০১৯ সালের বিশ্বকাপে চিকু একটিও সেঞ্চুরী করতে পারেননি। এই বছর আমি বলতেই পারি যে তিনি  বহু সেঞ্চুরী করেছেন। একইসঙ্গে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানও ভারতীয় দলের হয়ে করেছেন বিরাট কোহলি। সেই কারণেই এবার আমি চাই যে ভারতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ জয়ের পর তাঁকে নিজেদের কাঁধে করে গোটা মাঠে ঘোরাক”।

এশিয়া কাপের মঞ্চেই এবার ওডিআই ফর্ম্যাটে ১৩ হাজার রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। বিশ্বকাপের আগে বিরাট কোহলির এই পারফরম্যান্স যে সকলের প্রত্যাশাই তাঁকে ঘিরে বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত বিরাট কোহলি ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।

The post ঘরের মাঠে বিরাট কোহলির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.

Exit mobile version