Glenn Maxwell. (Photo Source: Robert Cianflone/Getty Images)
আফগানিস্তানের বিরুদ্ধে এক অবিস্মরণীয় ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে এক সময় বিাট চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতিতে অতি বড় অস্ট্রেলিয়ান সমর্থকও অস্ট্রেলিয়ার জয়ের ব্যপারে আশা বোধহয় করতে পারছিলেন না। সেই জায়গা থেকেই এক অবিস্মরণীয় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয়ের রাস্তায় ফিরিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ রানের ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর।
এবারের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া সুরুটা ভালভাবে করতে না পারলেও, সময় যত এগিয়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার। কিন্তু সেখানেই অজুদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগান বোলাররা। ২৯২ রানের জবাবে ব্যাটং করতে নেমে ৯১ রানের মদ্যে সাত উইকেট হারিয়ে একসময় অস্ট্রেলিয়া খাদের কিনারে চলে গিয়েছিল। সেই জায়গা থেকেই ধীরে ধীরে অস্ট্রেলিয়ার পরিস্থিতি সামাল দিতে শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত একা হাতেই এদিন অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা তৈরি করেছিলেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েলের এমন একটা ইনিংস দেখেই আরপ্লুত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেয়টারক সচিন তেন্ডুলকর। ম্যাচ শেষেই সচিন তেন্ডুলকরের টুইট। সেখানেই গ্লেন ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্সে আপ্লুত হয়েছেন সচিন তেন্ুলকর। ওডিআই ক্রিকেটের মঞ্চে এটাই নাকি এখনও পর্যন্ত লচিন তেন্ডুলকরের দেখা সেরা ইনিংস। আগামী ম্যাচ গুলোতেও গ্লেন ম্যাক্সওয়েল এই পারফর্ম্যান্স ধরে রাখতে পারলে যে অস্ট্রেলিয়াকে হারানোটা বেশ মুশকতিল হবে তা বলার অপেক্ষা রাখে না।
সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “ভয়ঙ্কর চাপের পরিস্থিতি থেকে ম্যাক্সওয়েলের সেই পারফরম্যান্স। ওডিআই ক্রিকেটের মঞ্চে আমার জীবন জদেখে এটাই সেরা পারফরম্যান্স”।
এদিন আফগানিস্তানের বিরুদ্ধে চোট নয়েও গ্লেন ম্যাক্সওয়েল ছিল বিধ্বংসী মেজাজে। পেশীতে বারবার টান লাগলেও মাঠ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি তিনি। দেশকে জেতানোর জেদটা ছিল প্রবল। শেষ পাঁচ তেকে ছটি ওভারে শর্টরানও সেভাবে নিতে পারছিলেন না তিনি। দাঁড়িে দাঁডিয়েই একের পর এক শট হাঁকাচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়েই অস্ট্রেলিয়ার সেমিফাইনালের টিকিট পাকা করে দেন গ্লেন ম্যাক্লওয়েল। সেইসঙ্গে নিজের দ্বিশতরান সম্পূর্ণ ম্যাডম্যাক্সের। ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের নামক এদিন গ্লেন ম্যাক্সওয়েল।
The post গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্সকেই ওডিআইয়ের মঞ্চে সেরা বলছেন সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.