BJ Sports – Cricket Prediction, Live Score

গোড়ালীতে চোট পেয়ে আফগানিস্তান সিরিজে নেই সূর্যকুমার যাদব

#image_title

Suryakumar Yadav. (Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টির সময়ই চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। বাউন্জারি লাইনে বল বাঁচানোর সময়ই সেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। যদিও সেই সময় তাঁর চোট নিয়ে সেভাবে কিছু শোনা যায়নি। গোড়ালীতে চোট পেয়ে মাঠ ছাড়ে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই একটা তাঁর খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।  বঠরের শেষে তো বটেই, নতুন বছঠরের সুরুতেও ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না সূর্যকুমার যাদবকে।

নতুন বছরে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই নামতে পারবেন না সূর্যকুমার  যাদব। ২০২৪ সালে ওয়ে্ট ইন্ডিজ ও আমেরিকা মিলিয়ে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি যে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সিরিজেই ভারতীয় দলের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী নামতে পারবেন না। গোড়ালীতে গুরুতর চোট রয়েছে এই তারকা ক্রিকেটার।  তার জেরেই শেষপর্যন্ত আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেই চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন সূর্যকুমার যাদব। যদিও সেই সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ১-১ ফলাফলে ড্র হয়েছে সেই সিরিজ। সেখানেই জোহানেসবার্গে শেষ ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। মাঠে চিকিত্সা শুরু হলেও শেষপর্যন্ত মাঠ ছাড়তেই হয়েছিল তাঁকে। মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর করেই মাঠ ছেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সময়ই তাঁক গোড়ালীতে চোট পাওয়ার কথা শোনা গিয়েছিল। শেষপর্যন্ত ছিটকেই গেলেন এই তারকা ক্রিকেটার।

শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে এ তারকা ক্রিকেটারের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে।  নতুন বছরের জানুয়ারী মাসেই আফগানিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে সূর্যকুমারকে ছাড়াই নামতে হবে ভারতকে। ইতিমধ্যেই এনসিএ-তে রিহ্যাবের জন্। যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। সেখানেই ভারতীয় দলের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তিন সপ্তাহ পর আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর নামার সম্ভাবনা নেই।

শোনাযাচ্ছে আগামী ফেব্রুয়ারী মাসে একেবারে রঞ্জি ট্রফি দিয়েই মাঠে ফিরতে পারেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। সেখানে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন সূর্যকুমার। এই মুহূর্তে তাঁর দ্রুত সুস্থতা কামনাতেই সকলে।

The post গোড়ালীতে চোট পেয়ে আফগানিস্তান সিরিজে নেই সূর্যকুমার যাদব appeared first on CricTracker Bengali.

Exit mobile version