BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাত টাইটান্স শিবিরের সাফল্যের পিছনে আশিস নেহেরার ভূমিকা নিয়ে মুখ খুললেন বিজয় শঙ্কর

#image_title

Gary Kirsten and Ashish Nehra. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে অভিষেক ম়ঞ্চেই চ্যাম্পিয়ন তারা। সেই পারফরম্যান্সের দারা এবারের আইপিএলেও বজায় রেখেছে গুজরাত টাইটান্স। ইতিমধ্যেই সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষ থেকে কার্যত প্লে্ফের রাস্তা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স। সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএলে গুজরাত টাইটান্সই যে প্রথম দল হিসাবে আইপিএলের প্লেইফে পৌঁছতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটাররাতো বটেই। গুজরাত টাইটান্সের এই সাফল্যের পিছনে আশিস নেহেরার অবদান যে কতটা, সেটাই এবার বিজয় শঙ্কর জানালেন সকলকে।

এবারের আইপিএলে এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে গুজরাত টাইটান্স। রবিবারই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত টাইটান্স। এই ম্যাচ জিততে পারলেই কার্যত আইপিেলের প্লেঅফ পাকা করে ফেলবে তারা। সেই ্মযাচে নামার আগেই আশিস নেহেরাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজয় শঙ্কর। তাঁর মতে আশিস নেহেরার জন্যই গুজরাত টাইটান্সের জার্সিতে এমন পারফর্ম্যান্স দেখাতে পারছেন তিনি। খারাপ পারফরম্যান্স করলেও কেমনভাবে আসিস নেহেরার জন্য তিনি গুরে দাঁজড়াতে পেরেছেন সেই কথাই এবার শোনা গেল বিজয় শঙ্করের মুখে।

এই মহূর্তে ৮ ম্যাচ খেলে ২০৫ রান করেছেন বিজয় শঙ্কর

আইপিএলের মঞ্চে শুরুটা ভাল করতে না পারলেও প্রতি ম্যাচেই তাঁর ওপর ভরসা রাখতে দেখা গিয়েছিল গুজরাত টাইটান্সের টিম ম্যানেজমেন্টকে। সময়ের সঙ্গে ধীরে ধীরে ঘিরে দাঁড়িয়েছেন বিজয় শঙ্করও। এবারের আইপিএলেই তাঁর  আইপিএলে কেরিয়ারে সর্বোচ্চ রান এখনও পরক্যন্ত করতে পেরছেন বিজয় শঙ্কর। সেই রানের সংখ্যাটা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও যে বিজয় শঙ্করের ওপর গুজরাত টাইটান্স ভরসা রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বিজয় শঙ্কর জানিয়েছেন, “প্রত্যেককে একসঙ্গে বেঁধে রাখার এবং দলে সকলকে একসঙ্গে রাখার সঠিক পদ্ধতি জানেন তিনি। সেটা অধিনায়কই হোক কী একজন নেট বোলার হোক। আশিস নেহেরার মতে সকলেই দলে সমান। গত বছর যখন আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছিলাম, সেখানেই আশিস নেহেরা প্রথম এই কথাটা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন দলে কোনও অধিনায়ক, নেট বোলার নেই। সকলেই এখানে সমান”।

এবারের আইপিএলে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে ২০৫ রকান করে ফেলেছেন বিজয় শঙ্কর। গতবারের আইপিএলে  ৪ ম্যাচ খেলে মাকত্র ১৯ রানই করতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। আশিস নেহেরার জন্যই যে এবারের আইপিএলে সুযোগ পাওয়ার পাশাপাশি তিনি পারফরম্যান্সও প্রদর্শন করতে পারছেন তা বলার অপেক্ষা রাখে না।

The post গুজরাত টাইটান্স শিবিরের সাফল্যের পিছনে আশিস নেহেরার ভূমিকা নিয়ে মুখ খুললেন বিজয় শঙ্কর appeared first on CricTracker Bengali.

Exit mobile version