BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নয়া নজির ভুবনেশ্বর কুমারের

 গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নয়া নজির ভুবনেশ্বর কুমারের

#image_title

Bhuvneshwar Kumar. ( Image Source: BCCI/IPL )

গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ জমজমাট। ব্যাট হাতে য়েমন সুভমন গিল দুরন্ত পারকফর্মযান্স দেখালেন। তেমনই বল হাতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অসাদারণ পারফরম্যান্স দেখালেন ভুবনেশ্বর কুমার। চলতি আইপিএলে দ্বিতীয় পঞ্চম উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। কার্যত গুজরাত টাইটান্সের ২০০ রান করার আসাটা তিনিই শেষ করে দিয়েছিলেন। তবে সেইসঙ্গে রশিদ খানের পর এবারের াইপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক করার সুযোগটা একটুর জন্য হারালেন এই তারকাা ক্রিকেটার। এদিন মাত্র ৩০ রান দিয়ে একাই শেষ ৫ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

এদিন শুভমন গিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেললেও গুজরাত টাইটান্সের বাকি ব্যাটাররা কিন্তু সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। বল হাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছিলেন তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। সেইসঙ্গে সানরাইজার্স হায়দরাবদের বাকি ক্রিকেটাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এদিন। সেজন্য শুভমন গিলের সেঞ্চুরী করা সত্ত্বেও ২০০ রানের গন্ডী টপকাতে পারেনি গুজরাত টাইটান্স। যদিও সেখানে ম্যাচের শেষ ওভারেই বাজিমাত করেছেন ভুবনেশ্বর কুমার।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩০ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার

শেষ ওভারে শুভমন গিল, রশিদ খান এবং মহম্মদ সামিদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এদিন ভুবনেশ্বর কুমার। আর তাতেই ২০০ রানের গন্ডী টপকাতে পারেনি গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন রশিদ খান। এদিন সেই রশিদ খানের েদলের বিরুদ্ধেই এবারের াইঅপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার। আর তাতেই তিনি আপ্লুত। এবারের আইপিেলে শুরুর দিুক থেকে সেভাবে পারফরম্যান্স করতে পারছিলেন এই ভুবনেশ্ব কুমার। এই ম্যাচেই ফের সেই সুুইংয়ের ঝলক দেখা গেল ভুবনেশ্বর কুমারের হাত থেকে।

এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল গুজরাত টাইটান্স। সেখানেই শুরুতেই গুজরাত টাইটান্সকে ধাক্কাটা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ফর্মে থাকা ঋদ্ধিমান সাহাকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। যদিও শুভমন গিল একা হাতে লড়াইটা চালিয়েছিলেন। যোগ্য সঙ্গত দিয়েছিলেন সাই সুদর্শন। কিন্তু তাঁর উইকতেট হারানোর পরই ফের ভুবনেশ্বর কুমার নিজের দাপট দেখাতে শুরু করেন। হার্দিক পান্ডিয়াকে তুলে নিয়ে এদিন নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের স,ামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ।

প্রথমে সেঞ্চুরী করা শুভমন গিলকে সাজঘরে ফেরান তিনি। এরপর একে একে রশিদ খান ও মহম্মদ সামিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

The post গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নয়া নজির ভুবনেশ্বর কুমারের appeared first on CricTracker Bengali.

Exit mobile version