Piyush Chawla. (Photo Source: IPL/BCCI)
গতবার না খেললেও এবার মুম্বি ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিেলের মঞ্চে নেমেছেন পীযূষ চাওলা। বয়স যে একটা সংখ্যা মাক্র তা প্রতিটি ম্যাচেই কার্যত বুঝিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। মুম্বি ইন্ডিয়ান্সের ব্যাটাররা ফর্মে ফিরলেও, এখনও পপর্যন্ত সেবাবে বোলারদের ভাল পারফর্ম্যান্স করতে দেখা যাচ্ছে না। তাদের মধ্যে একমাত্র নিজের পারপর্ময়ান্স প্রদ্রসন করছেন পীযূষ চাওলা। মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ শুরু হওয়ার আগে পীযূষ চাওলাকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
পীযূষ চাওলার প্রশংসার পাশাপাসি মুম্বি ইন্ডিয়ান্সের আইপিেল চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভবিষ্যদ্বানীও করেছেন তিনি। তাঁর মতে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন হতে হলে এবারের আইপিএলে পার্পল ক্যাপ জিততে হবে পীযূষ চাওলাকে। সরাসরি না বললেো মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য যে এবার পীযূষ চাওলার ওপর অনেকটাই নির্ভর করবে তারই ইঙ্গিত দিলেন ইরপান পাঠান। তাঁর মতে অএবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন পীযূষ চাওলা। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের রাস্তায় এগোতে তাঁর পারফরম্যান্সই সাফল্যের চাবিকাঠি হতে চলেছে।
চলতি আইপিএলে ৬ টি ম্যাচ কেলে ৯ উইকেটে তুলে নিয়েছেন পীযূষ চাওলা
এবারের আইপিএলে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন তারা। তেবে গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। হাড্ডহাড্ডি লড়াই হলেও সেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল মুম্বই ইন্ডিয়া্ন্সকে। সেখানে প্রতি ম্যাচেই নিজের পারফরম্যা্স প্রদর্শন করেছেন পীযূষ চাওলা। এই মুহূর্তে আইপিেলের মঞ্চে কুলদীপ যাদব, রবি বিষ্ণোইদের মতো স্পিনারদের পিছনে ফেলে দিয়েছেন চাওলা। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ছটি ম্যাচ খেলে ৯টি উইকেট জিতে নিয়েছেন তিনি।
পীযূষ চাওলার এমন পারপরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে পীযূষ চাওলা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা বেলার। তিনি য়েমন তাঁরপ নিজের অভিজ্ঞচা প্রদর্শন করছেন, তেমনই একেবারে সটিক জায়গায় বোলিং করে চলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের নিজেদের সাফল্যের জন্য এই তারকা ক্রিকেটারের পাশে থাকাটা সবচেয়ে বেশী জরুরী। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের জন্য পীযূষ চাওলাকে ভাল পারফরম্যান্স দেখাতেই হবে”।
এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং পারফরম্যান্স একেবারেি বাল নয়। জসপ্রীত বুমিরাহ নেই। জফরা আর্চার থাকলেও, চোটের জন্য বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে রয়েছেন তিনি। শোনাযাচ্ছে হুজরাত টাইটান্সের বিরুদ্ধেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরতে পারেন জফরা আর্চার। তবে চোখ যে সকলের পীযূষ চাওলার দিকে তা বলার অপেক্ষা রাখে না।
The post গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলার প্রশংসায় ইরফান পাঠান appeared first on CricTracker Bengali.