BJ Sports – Cricket Prediction, Live Score

গুজরাত জায়ান্টসের প্রথম তিনের মধ্যে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী মিতালী রাজ

গুজরাত জায়ান্টসের প্রথম তিনের মধ্যে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী মিতালী রাজ

#image_title

Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

ডব্লুপিএলের মঞ্চে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি গুজরাত জায়ান্টস। মহিলাদের আইপিএলের জন্য তারকাখচিত দল গঠন হলেও ডব্লুপিএলের মঞ্চে কিন্তু একটিই জয় তুলতে পেরেছে এখনও পর্যন্ত গুজরাত জায়ান্টস। সেই দলেরই মেন্টরের দায়িত্বে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ। দলের খারাপ পারফরম্যান্সের কথা মেনে নিতে কোনও দ্বিধা নেই মিতালী রাজের। কিন্তু এখনই তাদের দলের প্রথম তিনে থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন মিতালী রাজ। অল্প হলেও তাদের সামনে সুযোগ রয়েছে বলেই মনে করছেন গুজরাত জায়ান্টসের মেন্টর।

ডব্লুপিএলের প্রথম ম্যাচেই এবার নেমেছিল গুজরাত জায়ান্টস। কিন্তু প্রথম ম্যাচ থেকেই বড় ধাক্কা লেগেছিল গুজরাত জায়ান্টস শিবিরে। এবারের মহিলাদের আইপিএল সুরু হওয়ার আগে বেখথ মুনিকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল গুজরাত জায়ান্টস। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ারক আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি বেথ মুনি। এরপর তো গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন তিনি। বেথ মুনির জায়গাতেই গুজরাত জায়ান্টস শিবিরে এসেছেন লরা উলভার্ট।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস

যদিও এখনও  পর্যন্ত মহিলাদের আইপিএলে গুজরাকত জায়ান্টস নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছে। পাঁচ দলের প্রতিযোগিতাতে চার নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস। সম্ভাবনা ক্ষীণ থাকলেও তাদের  তিন নম্বরে উঠে আসার সম্ভাবনা একেবারেই নেই বলে মানতে পারছেন না মিতালী রাজ। তবে রাস্তাটা যে যথেষ্ট কটিন তা বলার অপেক্ষা রাখে না। এখথনও পর্যন্ত গোটা প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচই জিতেছে গুজরাত জায়ান্টস।

এই প্রসঙ্গে মিতালী রাজ জানিয়েছেন, “সত্যি কথা বলে কী প্রথম লেগে মাত্র একটি ম্যাচ জেতা, সেটা আমরা একেবারেই প্রত্যাশা করিনি। তবে প্রতিযোগিতা এখনও অনেকচটা বাকি রয়েছে। সেখানে আমাদের প্রথম তিনের মধ্যে উঠে আসার সম্ভাবনাও রয়েছে। আসন্ন ম্যাচ গুলোতে আমাদের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই রয়েছি আমরা।  একইসহ্গে আরেকটা জিনিসও বুঝচে হবে যে আমাদের দলে বেশকিছু চোট আঘাত রয়েছে। যেকটা ম্যাচ সামনে রয়েছে সেখানে আমাদের হাতে থাকা সেরা রসদগুলোকেই ব্যবহার করতে হবে”।

বেথ মুনিরক মতো ক্রিকেটারের ছিটকে যাওয়াটা যে গুজরাত জায়ান্টস শিবিরে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতেই এখন গুজরাত জায়ান্টসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্নেহ রানা। শেষপর্যন্ত মিতালী রাজের প্রত্যাশা পুরণ হয় কিনা সেটাই এখন দেখার।

Exit mobile version