Beth Mooney. (Photo by Charles McQuillan/Getty Images)
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বেথ মুনি। ফাইনালের মঞ্চে সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই আরও এক পুরষ্কার বেথ মুনির ঝুলিতে। গুজরাট জায়ান্টসের অধিনায়কের পদে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বেথ মুনি। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে প্রথমবার মহিলাদের আইপিএল। সেখানেই নতুন দায়িত্বে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বেথ মুনি।
সোমবারই গুজরাত জায়ান্টসের অধিনায়ক হিসাবে বেথ মুনির নাম ঘোষণা করা হয়েছে। এই প্রথমবার কোনো প্রতিযেগিতায় নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০১৮ এবং ২০২০ সালেরও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বেথ মুনি। ২০২০ সালের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরার শিরোপা পেয়েছিলেন বেথ মুনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বেথ মুনি। এরপরই গুজরাত জায়ান্টসের নেতৃত্বের দায়িত্বে এই তারকা ক্রিকেটার।
টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে সেরা ক্রিকেটার হয়েছেন বেথ মুনি
এবারের মহিলাদের আইপরিএলের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত জায়ান্টস। ২০২২ সালের কমনওয়েলথ গেমসও জিতেছেন বেথ মুনি। শুধু তাই নয় মহিলাদের বিগব্যাশ লিগেও বেথ মুনই সচেয়ে সফল ক্রিকেটার। তিনবার বিগব্যাশ লিগ চ্যাম্পিয়ন হয়েছেন েই তারকা ক্রিকেটার। শুধু তাই নয় একমাত্র ক্রিকেটার হিসাবে বিগ ব্যাশ লিগে এই তারকা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে জোড়া সেঞ্চুরী। মহিলাদের আইপিএল দিয়েই প্রথমবার নেতৃত্বের অভিষেক হতে চলেছে বেথ মুনির।
এমন দায়িত্ব পেয়ে স্বাবাভিকভাবেই আপ্লুত বেথ মুনি। তিনি জানিয়েছেন, “২০২৩ সালে শুরু হতে চলা প্রথম মহিলা আইপিএলে গুজরাত জায়ান্টসের অধিনায়ক হতে পেরে আমি আপ্লুত। গুজরাত জায়ান্টসের ক্রিকেটাররা বল হাতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। সেইসঙ্গে প্রথমবারের মহিলা আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখানোর জন্যও সকলে মরিয়া হয়ে রয়েছেন। এই দলে স্নেহ রানার মতো সহ অধিনায়ক পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ ব্যপার। তেমনই মিতালী রাজের মতো অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারকেও পাশে পাব আমরা। রেচেল হেনস এবং নুশিন আল খাদির আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য”।
কয়েকদিন আগেই আয়োজিত হয়েছিল মহিলা আইপিএলের মেগা নিলাম। সেখানেই ২ কোটি টাকায় বে মুনিকে দলে নিয়েছিল গুজরাত জায়ান্টস। সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না তা হয়ত এই বিশ্বকাপ দেখেই বুঝতে পারছেন সকলে।
The post গুজরাত জায়ান্টসের অধিনায়কের দায়িত্বে বেথ মুনি appeared first on CricTracker Bengali.