Aman Hakim Khan. (Photo Source: IPL)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৪ তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে নিজের আইপিএল ক্যারিয়ারের প্ৰথম অর্ধশতরানটি করেন আমান হাকিম খান।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ডিসির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু তাদের এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে যায়। মহম্মদ শামির আগুন ঝরানো বোলিং স্পেলের সামনে ধরাশায়ী হয় দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। ফিলিপ সল্ট, রাইলি রোসো, মনীশ পান্ডে এবং আমান হাকিম খানের উইকেট নেন তিনি। মাত্র ২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ডিসি। এরপর তাদের ব্যাটিংকে সামাল দেন অক্ষর প্যাটেল এবং আমান হাকিম খান। তাদের দুজনের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ হয়। অক্ষর ২টি চার এবং ১টি ছয় সহ ৩০ বলে ২৭ রান করেন।
আমান হাকিম খান এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তিনি ৪৪ বলে ৫১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। তিনি রশিদ খানের বলে অভিনব মনোহরের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে।
পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েছে গুজরাট টাইটান্স
রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের মতোই সমস্যার মধ্যে পড়েছে গুজরাট টাইটান্স। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৩১ রান করেছে হার্দিক পান্ডিয়ার দল।
দ্বিতীয় ইনিংসের প্ৰথম ওভারের শেষ বলটিতে আউট হন ঋদ্ধিমান সাহা। তিনি নিজের রানের খাতা খুলতে পারেননি। খলিল আহমেদ তার উইকেটটি নেন। এই ম্যাচে শুভমন গিলও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৭ বলে ৬ রান করে আনরিখ নোকিয়ার বলে মনীশ পান্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বিজয় শঙ্করও বেশি রান করতে পারেননি। তিনি ৯ বলে ৬ রান করে ইশান্ত শর্মার বলে বোল্ড হন। ডেভিড মিলারও প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। তিনি ৩ বলে ০ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং অভিনব মনোহর। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে নিজের প্ৰথম অর্ধশতরান করলেন আমান হাকিম খান appeared first on CricTracker Bengali.