Sophie Devine (Image Source: WPL)
ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে শুরুটা একদমই ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। টানা ৫টি ম্যাচ পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দলকে। কিন্তু পরপর ২টি ম্যাচ জিতে ডাব্লুউপিএলে কামব্যাক করেছে আরসিবি। ১৮ই মার্চ, শনিবার গুজরাট জায়ান্টাসকে ৮ উইকেটে পরাজিত করে তারা। এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল সোফি ডিভাইনের।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টাস। স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তোলে স্নেহ রানার নেতৃত্বাধীন দল। লরা উলভার্ট ৪২ বলে ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। অ্যাশলে গার্ডনারও ২৬ বলে ৪১ রানের একটি দারুন ইনিংস খেলেন।
তবে ব্যাট করতে নেমে ১৮৯ রানের মতো বড় লক্ষ্যতে ২ উইকেট হারিয়ে মাত্র ১৫.৩ ওভারেই পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক স্মৃতি মান্ধানাও ব্যাট হাতে অবশেষে রান পান। তিনি ৩১ বলে ৩৭ রান করেন। তবে এই ম্যাচে সবচেয়ে প্রশংসনীয় ব্যাটিং করেছেন সোফি ডিভাইন। তিনি মাত্র ৩৬ বলে ৯৯ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন। শুরু থেকেই অসাধারণ পাওয়ার হিটিং করে গুজরাটের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন ডিভাইন। প্ৰথম উইকেটে তার এবং স্মৃতি মান্ধানার মধ্যে ১২৫ রানের পার্টনারশিপ হয়। তারা মাত্র ৮ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তুলেছিলেন।
গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে ডাব্লুউপিলের প্ৰথম শতরান তার ব্যাট থেকে না এলেও, তিনি ৯৯ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন। তিনি ২০ বলে ৫০ রানে পৌঁছনোর মাধ্যমে এই টুর্নামেন্টের তৃতীয় দ্রুততম অর্ধশতরানটি করেছেন। এছাড়াও অ্যালিসা হিলির অপরাজিত ৯৬ রানের ইনিংসকে পেছনে ফেলে ডিভাইনই এখন ডাব্লুউপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক।
চার এবং ছয়ের সাহায্যে ৮৪ রান করেন সোফি ডিভাইন
সোফি ডিভাইন তার এই দুর্দান্ত ইনিংসে ৮টি ছয় মেরে ডাব্লুউপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছয় মারার রেকর্ড করেন। এর পাশাপাশি তিনি চার এবং ছয় মারার মাধ্যমে ৮৪ রান সংগ্রহ করেন। যার ফলে অ্যালিসা হিলির এক ইনিংসে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির মাধ্যমে ৭৮ রান সংগ্রহ করার রেকর্ডটি ভেঙে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যালিসা হিলি এই রেকর্ডটি আরসিবির বিরুদ্ধেই করেছিলেন।
The post গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়লেন সোফি ডিভাইন appeared first on CricTracker Bengali.