Ravichandran Ashwin. (Photo Source: BCCI)
আসন্ন ওডিআই বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। ৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচটি খেলতে নামবে ভারত। টানা ১০ বছর আইসিসি ট্রফিহীন থাকার পর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ পাবে ভারত। সম্প্রতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতের গত ১০ বছরে একটিও আইসিসি ট্রফি না জেতার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনো আইসিসি ট্রফি ঘরে নিয়ে আসতে পারেনি ভারত। এরপর ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৫ এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে। এছাড়াও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল ভারত।
সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অনেক বড় পরাজয়ের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচে টেস্ট ক্রিকেটের ১ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল। এই কারণে তাদের অনেক সমালোচনারও মুখোমুখি হতে হয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেন, “অবশ্যই, পুরো সোশ্যাল মিডিয়ায় ভারত আইসিসি ট্রফি পাবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এত বছর ধরে এই প্রশ্নটির মুখোমুখি হচ্ছি যে “ভারত কি আইসিসি ট্রফির খরা শেষ করতে পারবে?” যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব, বন্ধুরা, এটা হাস্যকর।”
“কয়েকটি বিষয়কে বাদ দিলে ভারতের সামনে এবার দারুণ সুযোগ রয়েছে” – রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনের মতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জিততে পারে ভারত। এছাড়াও তিনি বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এও ভারত ফেভারিট দল ছিল।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, “ভারত একটি শক্তিশালী দল। কয়েকটি বিষয়কে বাদ দিলে ভারতের সামনে এবার দারুণ সুযোগ রয়েছে। আসলে, আমরা ২০১৯ বিশ্বকাপেও শক্তিশালী এবং ফেভারিট দল হিসেবে গিয়েছিলাম। কিন্তু আইসিসির প্রতিটি ইভেন্টে সব দলই সমান সুযোগ পেয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, যেকোনো ক্রিকেট ম্যাচ ৫০:৫০ অবস্থায় শুরু হয়। কিন্তু ভারত এই ২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসাবে শুরু করবে।”
The post গত ১০ বছরে ভারতের একটিও আইসিসি ট্রফি না পাওয়ার ব্যাপারে নিজের বক্তব্য জানালেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.