Rinku Singh. (Photo Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে অসাধারণ ফর্মের সাথে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রতিভাবান ব্যাটার রিঙ্কু সিং। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ম্যাচটিতে শেষ বলে চার মেরে কেকেআরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন রিঙ্কু সিং।
আইপিএল ২০২৩-এ প্ৰথম ১১টি ইনিংসের পর রিঙ্কু সিংয়ের রানসংখ্যা হল ৩৩৭। এই মরসুমে তার সর্বোচ্চ রান, গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৫৮*, ৫৬.১৭ এবং ১৫১.১২। তার নামে দুটি অর্ধশতরানও রয়েছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং কেকেআরের এই প্রতিভাবান ব্যাটারের প্রশংসা করেছেন। তার মতে রিঙ্কু খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক পাবেন। তিনি বলেছেন যে রিঙ্কু একজন অসাধারণ খেলোয়াড় এবং তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে আজ রিঙ্কু যে জায়গায় আছে সেখানে পৌঁছানোর জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন।
স্টার স্পোর্টস ক্রিকেট লাইভে হরভজন সিং বলেন, “সেই ইন্ডিয়া ক্যাপটি রিঙ্কুর মাথা থেকে খুব বেশি দূরে নেই। সে অসাধারণ একজন খেলোয়াড় যাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এই আইপিএলে সে নিজেকে প্রমাণ করেছে এবং আজ সে যেখানে আছে সেখানে পৌঁছানোর জন্য খুব কঠোর পরিশ্রম করেছে। নিজের উপর সেই বিশ্বাস রাখার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়। তার যাত্রা হল একটি জীবনের পাঠ এবং সমস্ত ছোট বাচ্চাদের তার কাছ থেকে শেখা উচিত।”
“রিঙ্কু জানে কীভাবে তার ফর্মকে ভালো নকে রূপান্তর করতে হয় এবং কখন গিয়ার পরিবর্তন করতে হয় সেটাও সে জানে” – মহম্মদ কাইফ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে রিঙ্কুর ফুটওয়ার্ক খুব ভালো এবং সে সুন্দরভাবে স্ট্রাইক রোটেটও করেন। এছাড়াও তিনি বলেছেন যে রিঙ্কু বড় শটও মারতে পারেন।
মহম্মদ কাইফ বলেন, “রিঙ্কু সিংয়ের সেই দক্ষতা রয়েছে। তার ফুটওয়ার্ক খুব ভাল এবং সে খুব ভালোভাবে স্ট্রাইক রোটেটও করেন। রিঙ্কু জানে কীভাবে তার ফর্মকে ভালো নকে রূপান্তর করতে হয় এবং কখন গিয়ার পরিবর্তন করতে হয় সেটাও সে জানে। সে বড় শট মারতেও সক্ষম।”
১১ই মে, বৃহস্পতিবার, নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে খেলতে নেমেছে কেকেআর। টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরআরের অধিনায়ক সঞ্জু স্যামসন। কেকেআর কত রান করতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।
The post খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক পাবেন রিঙ্কু সিং, এমনটাই মনে করছেন হরভজন সিং appeared first on CricTracker Bengali.