BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট বুঝতে শুরু করার পর থেকেই বিরাট কোহলি আমার আইডল: শুভমন গিল

 ক্রিকেট বুঝতে শুরু করার পর থেকেই বিরাট কোহলি আমার আইডল: শুভমন গিল

#image_title

Virat Kohli and Shubman Gill. (Photo Source: IPL/ BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ অসাধারণ ফর্মের সাথে খেলছেন গুজরাট টাইটান্সের (জিটি) প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। ১৫ই মে, সোমবার, এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচের) বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করেছেন তিনি। আইপিএলে এটি ছিল তার প্ৰথম শতরান। তিনি ১৩টি চার এবং ১টি ছয় সহ ৫৮ বলে ১০১ রান করেন। তার এই ইনিংসের হাত ধরেই ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রানে পৌঁছয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।

শুভমন গিল প্ৰথম ইনিংসের শেষ ওভারে আউট হন। তার উইকেটটি শিকার করেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় এডেন মার্করামের নেতৃত্বাধীন দল। স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করতে সক্ষম হয় এসআরএইচ। তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেন হেনরিখ ক্লাসেন। তিনি ৪টি চার এবং ৩টি ছয় সহ ৪৪ বলে ৬৪ রান করেন। এই ম্যাচে ৩৪ রানে জয় পায় গুজরাট টাইটান্স।

এই সুন্দর শতরানটি করার মাধ্যমে শুভমন গিল এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। তিনি ৫৭৬ রানের সাথে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময় শুভমন গিল বলেছেন যে বিরাট কোহলি হলেন তার আইডল। বিরাটের থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন।

স্টার স্পোর্টসকে শুভমন গিল বলেন, “যখন আমার বয়স ১২-১৩ বছর ছিল তখন আমি বিরাট কোহলি ভাইকে সবচেয়ে বেশি অনুসরণ করতাম। আমি ক্রিকেট বুঝতে শুরু করার পর থেকেই তিনি আমার আইডল। বিরাট ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার ব্যাটিং এবং আবেগ এবং প্রতিশ্রুতি আমাকে অনুপ্রাণিত করে।”

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার

সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি জিততে না পারলেও ভুবনেশ্বর কুমারের তরফ থেকে প্রচেষ্টায় কোনো খামতি ছিল না। একসময় মনে হচ্ছিল যে জিটি খুব সহজেই ২০০ রানের গন্ডি পার করে যাবে। কিন্তু তারা শেষমেশ সেটা করতে পারেনি।

শেষ ওভারে বল করতে এসে ভুবনেশ্বর মাত্র ২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়াও সেই ওভারে তিনি নূর আহমেদকে রান আউট করেন। শেষমেশ ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। এছাড়াও ব্যাট হাতে তিনি ২৬ বলে ২৭ রান করেছিলেন।

The post ক্রিকেট বুঝতে শুরু করার পর থেকেই বিরাট কোহলি আমার আইডল: শুভমন গিল appeared first on CricTracker Bengali.

Exit mobile version