Ambati Rayudu. (Photo by Robert Cianflone/Getty Images)
কয়েকদিন আগেই আইপিএলের বাইশগজ থেকে অবসর নিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার রজনীতির বাইশগজে নামতে চলেছেন অম্বাতি রায়াডু। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানেই চেন্নাই সুপার কিংসের জয়ের পথে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই অম্বাতি রায়াডু। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পরই আইপিএলের মঞ্চ থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরকপর থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। অম্বাতি রায়াডু নাকি এবার রাজনীতিতে যোগ দিতে পারে। শেষপর্যন্ত সেই সম্ভাবনাই এবার সত্যি হতে চলেছে।
শোনাযাচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজবনীতিতে এবার যোগ দিতে চলেছেন তিনি। এই মাসেই অন্ধ্রপ্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াই এস আর জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাত করেছিলেন অম্বাতি রায়াডু। আর সেটাই যে অম্বাতি রায়াডুর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও প্রবল করে তুলেছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও সেই অম্বাতি রায়াডুকর মুখে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে। অন্ধ্রপ্রদেশের মানুষের স্বার্থেই এবার কাজ করতে চান এই তারকা ক্রিকেটার। তাঁর এই মন্তব্য যে অম্বাতি রায়াডুর রাজনীতিতে পা রাখার ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না।
সিএসকে চ্যাম্পিয়ন হওয়ার পরই আইপিএল থেকে অবসর নিয়েছেন অম্বাতি রায়াডু
শোনাযাচ্ছে অম্বাতি রায়াডুর রাজনীতিতে আসার পিছনে প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক মহম্মদ আজগারউদ্দিনের সমর্থনে রয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে আতে পারেন সেই দিকে সম্পূর্ণ সমর্থন রয়েছে মহম্মদ আজহারউদ্দিনের। যদিও কবে অম্বাতি রায়াডু রাজনীতিতে যোগ দেবেন সেই ব্যপারে এখনও পর্যন্ত সেভাবে কিছু বলেননি তিনি। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এবারের আইপিএলেও চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন তিনি।
সেখানে চেন্নাই সুুুপার কিংসের পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে এই তারকা ক্রিকেটারের অবদান কম ছিল না তা বলার অপেক্ষে রাখে না। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অম্বাতি রায়াডু। ২০১৯ সালেই ভারতীয় দলের জার্সি থেকেও অবূসর নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে সুযোগ না হওয়ার কারণেই আক্ষেপের সুর শোনা গিয়েছিল তাঁর মুখে। এরপরই ভারতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আইপিএলের মঞ্চ থেকেও অবসর নেওয়ার পর এবার রাজনীতির বাইশগজে প্রবেশ করতে চলেছেন অম্বাতি রায়াডু। একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, “এখানকার মানুষদের সেবা করার জন্য শীঘ্রই আমি আমার অফিস খুলতে চলেছি। তার জন্যই এখানকার মানুষের বিভিন্ন ভবনা, মানসিকতা বোঝার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি”।
The post ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির বাইশগজে নামতে চলেছেন অম্বাতি রায়াডু appeared first on CricTracker Bengali.