Ravindra Jadeja. (Photo Source: BCCI)
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ভাল অল রাউন্ডারের তকমা রয়েছে রবীন্দ্র জাদেজার গায়ে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে্ন রবীন্দ্র জাদেজা। শুধুমাত্র বল হাতেই নয়, ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। রবিবারের ম্যাচে নামার আগে এক গোপন কথাই প্রকাশ্যে আনলেন রবীন্দ্র জাদেজা। স্পিনার নয়, ক্রিকেট খেলা যখন শুরু করেছিলেন, সেই সময় তিনি পেসার হতে চেয়েছিলেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। টেস্ট সিরিজের মঞ্চে সর্বোচ্চ উইকেটও নিয়েছেন তিনিই। কিন্তু সেই জাদেজাই একসময় নাকি পেসার হতে চেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ছোট থেকেই পেসারদের বোলিং কায়দা, তাদের বাউন্স দেওয়ার দক্ষাতা দেখে প্রভাবিত হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বাইশগজে পেসারদের দেখেই পেসার হওয়ার ইচ্ছা জেগেছিল তাঁর। যদিও সেষপর্যবন্ত তা হয়নি। পেস করার গতির অভাবেই শেষপর্যন্ত স্পিনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে ম্যাচের সেরা হয়েছিলেন রবীন্দ্র জাদেজা
কয়েকদিন আগেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেই ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর প্রত্যাবর্তনের মঞ্চেই দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর স্পিন জাদুতেই শেষ হয়ে গিয়েছিল সকলে। গোটা সিরিজে ভারতীয় দলের নায়কও যে ছিলেন তিনি, তাও বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই নিজের জীবনের সেই গোপন কথা ফাঁস করলেন তিনি।
রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, সেই সময় পেসার হওয়ার ভাবনাই ছিল আমার মনের মধ্যে। ফাস্ট বোলিং করতেই ভালবাসতাম। সেই সময় অন্যান্য ফাস্ট বোলারদের বাউসন্সার দিতে দেখতেই সবচেয়ে বেশী ভাল লাগত আমার। তাদের দেখতাম আর আমি ভাবতাম যে সেই সমস্ত ফাস্ট বোলারদের মতোই প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে বাউন্সার দেব আমি। কিন্তু ফাস্ট বোলার হওয়ার জন্য আমার বোলিংয়ে সেই গতির অভাব ছিল”।
টেস্ট সিরিজের পরক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন প্রথম ম্যাচে। বল হাত্ যেমনম উইকেট নিয়েছিলেন, তেমনই ব্যাট হাতেও ৪৫ রান করেছিলেন তিনি। লোকেস রাহুলের সহ্গে ১০৮ রানের পার্টনারশিপও গড়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাতেই জয় এসেছিল ভারতের। এই ফর্ম গেোটা সিরিজেই রবীন্দ্র জাদেজা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post ক্রিকেট কেরিয়ারের শুরুতে পেসার হতে চেয়েছিলেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.