BJ Sports – Cricket Prediction, Live Score

কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাত টাইটান্স শিবিরে এলেন দাসুন শনাকা

 কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাত টাইটান্স শিবিরে এলেন দাসুন শনাকা

#image_title

Dasun Shanaka. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

কেন উইলিয়ামসনের পরিবর্ত ক্রিকেটার বাছতে খুব একটা বেশী সময় নিল না গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ চলাকালীনই কেন উইলিয়ামসনের পরিবর্ত ক্রিকেটার বেছে নিল গুজরাত টাইটান্স। শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দাসুন শকানাকেই এবারের াইপিএলে কেন উইলিয়ামসনের পরিবর্তে দলে নিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ৫০ লক্ষ টাকাতেই শ্রীলঙ্কার এই তারকা কেরিকেটারকে দলে নিল গুজরাত টাইটান্স। তাঁর মাঠে নামার অপেক্ষাতেই এবার সকলে।

আইপিএলের মঞ্চে এবার কেন উইলিয়ামসনকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। কিন্তু প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন তিনি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ওভার বাউন্ডারি বাঁচাতে গিয়েই বেকায়দায় পড়ে গিয়ে বাঁটিতে গুরুতর চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই চোট পাওয়ার পরই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই তারকা কিউই ক্রিকেটার। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। মঙ্গলবারই তাঁর আইপিএল থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই তাঁর পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল গুজরাত টাইটান্স।

গুজরাত টাইটান্সের প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে  নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচ চলাকালীনই কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করেছে তারা। এবারই প্রথমবার আইপিএলের মঞ্চে নামতে চলেছেন দাসুন শনাকা। ভারতের মাটিতে নতুন বছরে বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছিলেন তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার। সেইসঙ্গে টি টোয়েন্টিতেও তাঁর পারফরম্যান্স গ্রাফ  যথেষ্ট উর্ধ্বমুখী। সেই সমস্ত হিসাব নিকাশ করেই শ্রীলঙ্কার টি টোয়েন্টি দলের অধিনায়ককে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।

নতুন বছরে ভারতের মাটিতে শ্রীলঙ্কার হয়ে একমাত্র ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।  ভারতের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে দাসুন শনাকা পেয়েছিলেন ১২৪ রান। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৮৭.৮৭। তাঁর এমন পারফরম্যান্স দেখার পরই যে কেন উইলিয়ামসনের পরিবর্তে গাসুন শনাকাকে দলে নেওয়ার সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই  দেশে ফিরে গিয়েছেন কেন উইলিয়ামসন। সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। সেজন্য দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দেশে ফিরে গিয়েছিল কেন উইলিয়ামসন। গুজরাত টাইটান্সের হয়ে বাকি মরসুমে খেলবেন দাসুন শনাকা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচের পরই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল মাঠে নামবে গুজরাত টাইটান্স। সবকিছু ঠিকঠাক চললে সেই ম্যাচ থেকেই আইপিএলের মঞ্চে নামতে পারেন দাসুন শনাকা।

The post কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাত টাইটান্স শিবিরে এলেন দাসুন শনাকা appeared first on CricTracker Bengali.

Exit mobile version